আগামী সোমবারই ঘোষণা? বকেয়া DA দেওয়ার আশ্বাস খোদ মুখ্যমন্ত্রীর, কপাল খুলছে সরকারি কর্মীদের

Published : Feb 06, 2025, 02:00 PM IST

নতুন বছর পড়তে না পড়তেই কেন্দ্রীয় সরকারী কর্মীদের আনন্দ যেন আর ধরে না। কারণ আরও একদফায় মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তাঁরা। এবার খুশির খবর পেলেন রাজ্য সরকারি কর্মীরাও।

PREV
110

গত বছর শুরুর দিকে যেমন মোদী সরকার সকল কেন্দ্রীয় কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী প্রথম দিকে ৪ শতাংশ করে মহার্ঘ ভাতা বা DA এর পরিমাণ বৃদ্ধি করেছিল, তখন DA এর পরিমাণ দাঁড়িয়েছিল ৫০ শতাংশে।

210

এরপর কয়েক মাস কাটতে না কাটতেই ফের দীপাবলীর মরশুমে বড় উপহার দেয় কেন্দ্র।

310

একধাক্কায় বাড়িয়ে দিল ৩ শতাংশ DA। তাই বর্তমানে DA এর পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। আর সেই পথেই হাঁটতে চলেছে একাধিক রাজ্য।

410

সমস্ত রাজ্যের সরকার যেখানে DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য তৎপর হয়ে উঠেছে সেখানে পশ্চিমবঙ্গে চিত্র একেবারে সম্পূর্ণ উল্টো।

510

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাও অপেক্ষা করছেন যে কবে ডিএ বাড়ানো হবে।

610

শেষবার ২০২৪ সালের এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হয়েছিল। তাই এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা।

710

তাই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য মামলা চলছে সুপ্রিম কোর্টে।

810

আর এই আবহে এবার বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিল মুখ্যমন্ত্রী।

910

বকেয়া DA নিয়ে এবার বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

1010

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর এই পদক্ষেপের পর পশ্চিমবঙ্গে কোনও বিশেষ ঘোষণা করা হয় কীনা, এখন সেটাই দেখার।

click me!

Recommended Stories