কংগ্রেসের ভাঙন কি আসন্ন, ২৪ ঘণ্টার মধ্যে বিক্ষুদ্ধ গোষ্ঠীর পরপর দুটি বৈঠক

কালেই হরিয়ানার প্রাক্তন সাংসদ ভূপিন্দর সিং হুডা রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সেখান তিনি কংগ্রেস নেতা গুলামনবি আজাদের বাড়িতে যান। তারপরই এই  কংগ্রেসের বিক্ষুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত G-23র নেতারা দ্বিতীয় বারের জন্য বৈঠক করেন। 

পাঁচ রাজ্যে নির্বাচনে ধরাসায়ী হওয়ার পর কী কংগ্রেসে (Congress) ভাঙন আসন্ন? গত ২৪ ঘণ্টার মধ্যে কংগ্রেসের বিক্ষুব্ধ G-23 গোষ্ঠীর নেতাদের দ্বিতীয় বৈঠক সেই প্রশ্নই উস্কে দিল। দিল্লিতে কংগ্রেসের বর্ষিয়ান নেতা গুলামনবি আজাদের (Gulam Nabi Azad) বাড়িতে দ্বিতীয় বৈঠকটি হয়। উপস্থিত ছিলেন আনন্দ শর্মা, কপিল সিবাল, ভূপিন্দর সিংস হুডার মত কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের ওপর চাপ তৈরি করতে এখন থেকে এজাতীয় বৈঠক বারবারই হবে। কংগ্রেসের নির্বাচন ও স্থায়ী সভাপতির দাবি পুরণ করতে হবে শীর্ষ নেতৃত্বকে। 

এদিন সকালেই হরিয়ানার প্রাক্তন সাংসদ ভূপিন্দর সিং হুডা রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সেখান তিনি কংগ্রেস নেতা গুলামনবি আজাদের বাড়িতে যান। তারপরই এই  কংগ্রেসের বিক্ষুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত G-23র নেতারা দ্বিতীয় বারের জন্য বৈঠক করেন। 

Latest Videos

কংগ্রেসের বিক্ষুব্ধ  গোষ্ঠী G-23 বর্তমান ওয়ার্কিং কমিটির সদস্যদের ওপরেও বিরক্ত। এই গোষ্ঠীর সদস্যদের অভিযোগ ওয়ার্কিং কমিটির সদস্যরা গান্ধীদের ওপর প্রচন্ডভাবে অনুগত। দলের থেকে তারা গান্ধীদের বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু G-23 গ্রুপের সদস্যরা তা হতে দিতে চায় না বলেও দাবি করা হয়েছে। যদিও আগেই অর্থাৎ বুধবার ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া গান্ধী সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন।  অন্যদিকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আগেই শীর্ষ স্থানীয় পদ ছেড়ে দিয়েছেন। 

অন্যদিকে ওয়ার্কিন কমিটির বৈঠকে কংগ্রেসের জাতীয় স্তরের নেতারা সনিয়া গান্ধীর প্রতি পূর্ণ আস্থা প্রদর্শন করেছিলেন। কিন্তু তার পর ২৪ ঘণ্টা যেতে না যেতের G-23 নেতাদের পরপর দুটি বৈঠক গান্ধীদের চিন্তা বাড়িয়ে দিচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে সূত্রের খবর খুব তাড়াতাড়ি সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন গুলামনবি আজাদ। আর সেই আসন্ন বৈঠক নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। 

শত্রুঘ্ন সিনহাকে তৃণমূলে আনতে বড় ভূমিকা প্রশান্ত কিশোরের, পাশে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

রাহুল গান্ধীর বাড়ি থেকে সোজা আজাদের বাড়ি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে রহস্য কংগ্রেসে

৮ঘণ্টা নাকি তারও কম বা বেশি, ঠিক কতক্ষণ ঘুম জরুরি- জানাল নতুন গবেষণা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News