RSS প্রধান মোহন ভাগবতের 'ভগবান ও সুপারম্যান' মন্তব্য মোদীকে ঘায়েল করতে তৎপর কংগ্রেস

আরএসএস প্রধান সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'উন্নতি বা প্রগতির কোনও শেষ নেই... মানুষ সুপারম্যান হতে চায়, কিন্তু সেখানেই থেমে থাকতে চায় না। তারপর তারা ভগবান হতে চায়।

 

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS) এর প্রধান মোহন ভাগবতের মন্তব্যকে আবারও হাতিয়ার করল কংগ্রেস। আর সেই হাতিয়ার নিয়েই নিশানা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গ্রাম-স্তরের কর্মীদের সভায় উপস্থিত ছিলেন মোহন ভাগবত। সেখানেই তিনি একাধিক মন্তব্য করেন। যারমধ্যে ছিল উন্নয়ন, সুপারম্যন আর ভগবান হতে চাওয়ার ইচ্ছে। কংগ্রেসের দাবি মোহন ভাগবতের এই মন্তব্যের মূল লক্ষ্যই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি নরেন্দ্র মোদী ও বিজেপির একাংশের সঙ্গে আরএসএস-এর দূরত্ব বাড়ছে বলেও সরব হয়েছে কংগ্রেস।

আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যঃ

Latest Videos

বৃহস্পতিবার আরএসএস প্রধান সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বলেন, 'উন্নতি বা প্রগতির কোনও শেষ নেই... মানুষ সুপারম্যান হতে চায়, কিন্তু সেখানেই থেমে থাকতে চায় না। তারপর তারা ভগবান হতে চায়। কিন্তু ভগবান বলেছেন, তিনি বিশ্বরূপস সর্বব্যাপী। তার থেকে আর বড় কিছু আছে কি!' আরএসএস প্রধান বলেন, উন্নয়নের কোনও শেষ হয় না। একজনের মনে করা উচির যে সব সময় আরও বেশি করে উন্নয়ন করার সুযোগ রয়েছে। কর্মীদের এটি বোঝা উচিৎ। একজনকে সব সময় আপও বেশি চেষ্টা করে যেতে হবে।

কংগ্রেসের পাল্টা তোপঃ

যদিও মোহন ভাগবত তাঁর বক্তব্যে কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করেননি। কিন্তু কংগ্রেস নেতা জয়রাম রমেশ মোদীর সমালোচনায় সরব হন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেন, 'আমি নিশ্চিত যে স্ব - অভিষিক্ত অ-জৈবিক প্রধানমন্ত্রী সর্বেশেষে অগ্নি ক্ষেপণাস্ত্রের কবর পেয়েছেন, ঝাড়খণ্ড থেকে নাগপুর থেকে নিক্ষেপ করা হয়েছে, লোককল্যাণ মার্গে সেটি পৌঁছেছে।' আরএসএস প্রধানের বার্তাও তিনি শেয়ার করেছেন।

লোকসভা ভোটের সময় একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে মোদী বলেছিলেন তিনি তিনি মনে করেন তিনি জৈবিক নন, ঈশ্বর তাঁকে বড় কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁর মুক্ত নেই। মোদী বলেছিলেন, 'আমার মা বেঁচে থাকা পর্যন্ত, আমি ভাবতাম আমি জৈবিকভাবে জন্মেছি। তার মৃত্যুর পরে, আমি যখন আমার অভিজ্ঞতা দেখি, আমি নিশ্চিত যে আমি ঈশ্বরের দ্বারা প্রেরিত। এই শক্তি আমার শরীর থেকে নয়। এটি দেওয়া হয়েছে। ঈশ্বর আমাকে এই কারণেই ক্ষমতা, শক্তি, বিশুদ্ধ হৃদয় এবং অনুপ্রেরণা দিয়েছেন।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury