Shashi Tharoor On Modi: শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে মোদী-পুতিনের সঙ্গে যোগ দেবেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। রাহুল-খাড়গেকে বাদ দিয়ে শশীকে আমন্ত্রণ জানানোয় শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা। কী বলছেন কংগ্রেস সাংসদ? জানুন বিশদে…
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত মোদী- পুতিনের নৈশভোজে আমন্ত্রণ পেলেন না রাহুল-খাড়্গে, আমন্ত্রিত কেবল শশী থারুর! সূত্রের খবর, বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বিরোধী নেতাদের সাক্ষাতের ঐতিহ্য ভাঙার অভিযোগ আনার একদিন পরই, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজে আমন্ত্রণ পাননি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। এই নৈশভোজে কেবলমাত্র আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে বাদ দিয়ে কংগ্রেসরই সাংসদ শশীকে নিমন্ত্রণ ঘিরে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী খুব শীঘ্রই দল বদলাচ্ছেন শশী থারুর! উত্তর বলবে সময়।
25
কী বলছেন কংগ্রেস সাংসদ শশী?
এদিকে, এই নৈশভোজে কংগ্রেস সাংসদ শশী থারুর আমন্ত্রণ পেয়েছেন বলে সূত্র মারফত খবরে জানা গিয়েছে। এর আগে রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, তারা বিদেশি অতিথিদের সঙ্গে বিরোধী দলের নেতাদের দেখা করার প্রথা ভেঙে দিচ্ছে। তার পরদিনই এই ঘটনা ঘটল। রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এখন দেখার মোদীর ডাকে পুতিনের সঙ্গে নৈশভোজে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে যান কীনা শশী থারুর।
35
মোদী-পুতিন বৈঠক নিয়ে খারিজ রাহুলের অভিযোগ
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করল সরকার। লোকসভার বিরোধী দলনেতার দাবি ভিত্তিহীন বলে জানালো নয়াদিল্লি। এই বিষয়ে একটা বিবৃতিও জারি করেছে সরকার পক্ষ। সূত্রের খবর, রাহুল গান্ধী বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ না করার যে অভিযোগ তুলেছেন, তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। সরকারের পক্ষ থেকে পালটা তথ্য দিয়ে বলা হয়েছে, রাহুল গান্ধী ২০২৪ সালের ৯ জুন লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পর থেকে অন্তত চার জন সফররত রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। যাঁদের মধ্যে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন।
এই ধরনের বৈঠকের সিদ্ধান্ত নেয় সফরকারী প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রক নয়। সরকারের বাইরের কারও সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, সেই সিদ্ধান্ত বিদেশ মন্ত্রক (MEA) নয়, বরং সফরকারী প্রতিনিধি দলই নিয়ে থাকে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে, এই ধরনের বৈঠকের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হয় না বা নিয়ন্ত্রণ করা হয় না। ফলে রাহুল গান্ধীর ভিত্তিহীন অভিযোগকে নস্যাৎ করেছে কেন্দ্র।
55
রাষ্ট্রপতি ভবনে জমকালো অনুষ্ঠানের আয়োজন
সরকারি সূত্রে খবর, শুক্রবারের এই সন্ধ্যা রাষ্ট্রপতি ভবন এক নয়নভিরাম অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে। এই বিশেষ আয়োজনে ভারত এবং রাশিয়ার সামরিক ব্যান্ড একযোগে জনপ্রিয় গানগুলি পরিবেশন করবে। ভারতীয় সামরিক ব্যান্ডগুলির পরিচিতি মূলত তাদের নিখুঁত শৃঙ্খলা ও বর্ণময় আড়ম্বরের জন্য, যা এই বিশেষ মুহূর্তটিতে এক অতিরিক্ত জাঁকজমক যোগ করবে বলে আশা করা হচ্ছে। সাংস্কৃতিক বিনিময়ের এই অনুষ্ঠানটি দুই দেশের মধ্যেকার মৈত্রী সম্পর্ককেও আরও সুদৃঢ় করবে।