'বাধাহীন ভাবেই ভারতকে তেল বিক্রি করবে রাশিয়া', দিল্লি সফরে এসে মোদীকে সাফ বার্তা পুতিনের

Published : Dec 05, 2025, 05:47 PM IST

Putin On Russian Oil And India: রুশ তেল কেনা থেকে শুরু করে ইউক্রেনের সঙ্গে সঙ্ঘাত। ভারত-রাশিয়া সম্পর্কের মাঝে ট্রাম্পের ট্যারিফ কাঁটা। একে একে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
তেল নিয়ে মোদীকে সাফ বার্তা পুতিনের

২ দিনের ভারত সফরে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত-রুশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তার এই দুদিনের সফরে ভারতের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে যেমন জোর দিয়েছেন তিনি। তেমনই পাশাপাশি রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা নিয়েও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিঁধে সাফ বার্তা দিলেন পুতিন। 

25
কী বলছেন পুতিন?

শুক্রবার হায়দরাবাদ হাউসে আয়োজিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের যৌথ সাংবাদিক সম্মেলনে একগুচ্ছ ঘোষণা করা হয়। পুতিন বলেন-''বাধাহীন ভাবেই ভারতকে তেলের যোগান দেবে রাশিয়া।'' সেইসঙ্গে তিনি আরও জানান যে, দেশীয় মুদ্রায় ৯৬ শতাংশ বাণিজ্য। ব্রিকস এজেন্ডা নিয়েও বদ্ধপরিকর দুই দেশ। প্রতিরক্ষা ক্ষেত্রেও একে অপরের হাত শক্ত করবে দুই দেশ। কৃত্রিম মেধা, মহাকাশ গবেষণাতেও একে অপরকে সাহায্য করবে রাশিয়া-ভারত। 

35
কী কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে?

আরও জানা গিয়েছে যে, ভারতে পরমাণু কেন্দ্র তৈরিতে সাহায্য করবে রাশিয়া। একইসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য ৬৪ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

45
মোদীতে মন মজেছে পুতিনের

রুশ-ইউক্রেন সঙ্ঘাতের আবহে পড়শী ট্রাম্পের চোখ রাঙানি উপেক্ষা করেই ভারতকে বাঁধাহীন ভাবে তেল বিক্রি করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

55
আমেরিকাকে ঘুরিয়ে তেল বিক্রি ভারতের কাছে

রুশ প্রেসিডেন্ট আরও বলেন,  ‘’জ্বালানি ক্ষেত্রে উভয় দেশই ব্য়বসা করে সন্তুষ্ট। তাই তেল-গ্য়াসের সেই ব্য়বসাকেই আবার আগের মতোই করে তুলতে চাই। আমরা একেবারে নির্বিচ্ছিন্ন ভাবে ভারতকে তেল পাঠাতেও প্রস্তুত রয়েছি।'' 

Read more Photos on
click me!

Recommended Stories