দেশে করোনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়াল, আক্রান্ত সাড়ে ৫ লক্ষের কাছাকাছি

  • দেশে করোনা আক্রান্ত ৫ লক্ষ ৪৮ হাজারের বেশি
  • তবে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষেরও বেশি মানুষ
  • ফলে দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৮.৬৭ শতাংশ
  • গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২ হাজারের বেশি

রবিবারের মত সোমবারও দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের উপরেই থাকল। গত ২৪ ঘণ্টায় ভারতে মারণ ভাইরাসের শিকার হয়েছেন ১৯,৪৫৯ জন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮।

 

Latest Videos

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। ফলে ভারত করোনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৪৭৫। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৮৩ লক্ষ ৯৮ হাজার ৩৬২। গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯-এর নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ৫৬০। 

 

তবে এরমধ্যে স্বস্তির খবর, দেশে করোনা সংক্রমমের পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সংখ্যাটা হয়েছে ৩ লক্ষ ২১ হাজার ৭২৩। ফলে বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ১২০। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৮.৬৭ শতাংশ। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা মুক্ত হয়েছেন ১২ হাজার ১০ জন।

আরও পড়ুন: ফের উপত্যকায় বড়সড় সাফল্য বাহিনীর, সাতসকালে অনন্তনাগে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

এদিকে করোনা সংক্রমণে এখনও দেশের মধ্যে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। রেকর্ড গড়ে মারাঠা রাজ্যে একদিনে আক্রান্ত ৫ হাজারের বেশি। ফলে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে কেবল মুম্বই শহরেই আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারের বেশি। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। আর তামিলনাড়ুতে আক্রান্ত ৮২ হাজারের বেশি। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার ৩,৯৪০ জন। 

আরও পড়ুন: ঘনাচ্ছে যুদ্ধের মেঘ, কাশ্মীরে সেনা ক্যাম্পের জন্য এবার স্কুল খালির নির্দেশ, মজুত করা হচ্ছে এলপিজি

ভারতের মত বিশ্বেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দুনিয়ায় আক্রান্তের সংখ্যা ১ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। প্রাণ গিয়েছে ৫ লক্ষেরও বেশি মানুষের। করোনা সংক্রমণে এখনও বিশ্বে এক নম্বরে রয়েছে আমেরিকা। মোট আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষের। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার