২৪ এপ্রিল থেকে করোনা টিকার জন্য নাম নথিভুক্ত করতে হবে, জেনে নিন কীভাবে নাম লেখাবেন সকলে

  • পয়লা মে থেকে ১৮ উর্ধ্বের টিকা শুরু 
  • ২৪ এপ্রিলের মধ্যে নাম লেখাতে হবে 
  • কোউইন পোর্টালের মাধ্যমে নাম লেখাতে হবে 
  • আরোগ্য সেতু অ্যাপও কাজে লাগবে 

মহামারির দ্বিতীয় তরঙ্গে আছড়ে পড়েছে গোটা দেশে। সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সংক্রমণ রুখতে দ্রুততার সঙ্গে টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। টিকাকর্মসূচিতে এবার ১৮ বছরের উর্ধ্বের নাম নথিভুক্ত করার ছাড়পত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ন্যাশানাল হেল্থ অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার আরএস শর্মা জানিয়েছেন  আগামী ২৪ এপ্রিল অর্থাৎ শনিবার সকাল থেকে থেকে নাম নথিভুক্ত করা যাবে।

সুনামির আকার নিচ্ছে করোনার দ্বিতীয় তরঙ্গ, কোভিডে আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ল ভারত .. 

Latest Videos

আরএস শর্মা জানিয়েছেন ১৮ বছরের বেশি বয়সীরা সকালেই ২৪ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারের কোউইন পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারেন। টিকা দেওয়ার প্রক্রিয়া ও যাবতীয় নথিপত্র সেখানে রয়েছে বলেও জানিয়েছে।  তিনি বলেন দেশীয় ভ্যাকসিন কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পাশাপাশি রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভিও কয়েকটি কেন্দ্রে টিকা হিসেবে সরবরাহ করা হবে। টিকা দান দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে কেন্দ্রীয় সরকার বেসকারি কেন্দ্রগুলিতেও ছাড় দিয়েছেন। আর সেই কারণেই বেসরকারি সংস্থাগুলিকে টিকা দানের সময় ও তারিখ কোউইন পোর্টালে প্রকাশ করার নির্দেশ দিয়েছে। 

নাম নথিভুক্ত করার পদ্ধতিঃ 
কোউইন পোর্টালের মাধ্যমে নাম নথিভুতক্ত করা যাবে
মোবাইল ফোনে একটি এসএমএস-এর মাধ্যমে ওটিপি প্রেরণ করা হবে 
ওটিপিতে প্রবেশ ও যাচাইয়ের ক্লিক করতে হবে 
ওটিপি যাচাই হয়ে গেলে ভ্যাকসিনেশন নিবন্ধকরণের পৃষ্ঠাটি খুলে যাবে 
টিকা দেওয়ার নিবন্ধকরণ পৃষ্ঠায় সমস্ত প্রয়োজনীয় তথ্য লিখতে হবে 
দাখিল করতে হবে ফোটো আইডি প্রুফ
কোনও অসুস্থতা আছে কিনা তাও জানতে চাওয়া হবে। তার উত্তর দেওয়ার পরেই ডানদিকে নিবন্ধকরণের করুন লেখা একটি আইকন আসবে। সেখানে ক্লিক করতে হবে 
সফল নিবদ্ধকরণের একটি নিশ্চতকরণ বার্তা দেওয়া হবে 
নিবদ্ধকরণ হয়ে গেলে অ্যাকাউন্টের বিদশ দেখতে পাওয়া যাবে 
সেখান থেকে সময়সূচি বুক করা যাবে 

'অন্যরকম ভোট হচ্ছে', কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের পর বলল গ্রামের মানুষ ...

করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের আরোগ্য সেতু অ্যাপলিকেশটিও ব্যবহার করা যেতে পারে। সেখানে একটি বিশেষ ট্যাব তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির নাম, বয়স, লিঙ্গ ছাড়াও বিশদ বিবরণ দিতে হবে। 

'ফাঁকা আওয়াজ নয় চাই সমাধান', ঘরবন্দি করোনা আক্রান্ত রাহুল গান্ধীর নিশানায় মোদী থেকে সেরাম কর্তা ...

আগামী পয়লা মে থেকে ১৮ বছরের বিশে বয়স্কদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হবে। তার জন্য আগে থেকেই নাম নথিভুক্ত করতে হবে। সম্প্রতি কেরল, অসম, বিহার উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে ১৮ বছরের বেশি বয়স্কদের বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার দ্রুত টিকাকরণ করতে চাইছে বলে বেসরকারি সংস্থার দ্বার খুলে দেওয়া হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু