নিরাপদেই রয়েছে Covishield, আগুনে কতটা ক্ষতিগ্রস্ত সিরাম ইনস্টিটিউট

ভারতের কোভিড ভ্যাকসিনের আঁতুড়ঘরে আগুন

তবে নিরাপদেই আছে কোভিশিল্ডের ভান্ডার

ক্ষতিগ্রস্ত বিসিজি ভ্যাকসিন বলে শোনা যাচ্ছে

তা হলেও ভারতের জন্য বড় ধাক্কা

নিরাপদে আছে কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড। গত ২ জানুয়ারি, দেশে জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল দুটি কোভিড ভ্যাকসিন-কে। প্রথমটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন অপরটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বিকশিত এবং সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ড। সেই সিরামের কারখানাতেই বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ ভয়াবহ আগুন লেগেছিল। কিন্তু, কোভিড ভ্যাকসিন নিরাপদেই আছে বলে জানা গিয়েছে।

বস্তুত, পুনেতে সেরাম ইনস্টিটিউটের ক্যাম্পাসটি বিশাল। এদিন যে ভবনটিতে আগুন লেগেছে, সেখানে কোভিডের টিকা ছিল না বলেই জানা গিয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী সেরাম-এর পুরোনো ভবনেই কোভিশিল্ড মজুত রাখা হয়েছে। তার থেকে এক-দেড় কিলোমিটার দূরে অবস্থিত একটি নতুন নির্মিয়মাণ ভবনে এদিন আগুন লাগে। সেখানে কোভিড টিকা না থাকলেও বিসিজি ভ্যাকসিন রাখা ছিল বলে জানা গিয়েছে।

Latest Videos

কোভিড টিকা সুরক্ষিত থাকলেও, বিসিজি ভ্যাকসিন-এর মজুত ক্ষতিগ্রস্ত হলেও তা ভারত ও বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য বড় ধাক্কা হতে পারে। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ এই বিসিজি ভ্যাকসিনের জন্য সিরাম ইনস্টিটিউটের সরবরাহের উপরই নির্ভরশীল। তবে মজুত থাকা টিকার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানানো হয়নি। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই ভবনে ওষুধ তৈরির কোনও কাজ চলছিল না। যন্ত্রাদি লাগানোর কাজ চলছিল। উৎপাদন শুরু হয়নি।  

আরও পড়ুন - ভারতের কোভিড টিকার আঁতুড়ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ার গ্রাসে সিরাম ইনস্টিটিউটে

আগুন প্রথমে ভবনটির দ্বিতীয় তলে লেগেছিল। দ্রুত তা ভবনের চতুর্থ ও পঞ্চম তল পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রথমে ঘটনাস্থল এসেছিল ৪টি দমকলের ইঞ্জিন, পরে আরও ১০টি ইঞ্জিন পাঠানো হয়। তবে আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে বলেই সর্বশেষ খবর পাওয়া গিয়েছে। আগুন নেভানোর জন্য জল কামানও ব্যবহার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার কর্মীরাও। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News