উপকূলের সবথেকে কাছে এলেও মুখ ফিরেয়ে নেবে অশনি, বড় খবর দিল হাওয়া অফিস

সোমবার ভারতের আবহাওয়া দফতরের প্রবীণ বিজ্ঞনী আর কে জেনামনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম ও পুরী থেকে প্রায় ৪৫০ ও ৫০০ কিলোমিটার দূরে রয়েছে।

উপকূলের সবথেকে কাছে আসবে। কিন্তু উপকূল স্পর্শ না করেই ফিরে যাবে। রীতিমত খামখেয়ালী চরিত্র স্পষ্ট হল ঘূর্ণিঝড় অশনির। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছেন অশনি। মঙ্গলবার অন্ধ্র প্রদেশ ও ওড়িশার কাছে ভারতের পূর্ব উপকূলের সবথেকে কাছাকাছি আসবে। কিন্তু সেখান থেকেই ঘূর্ণিঝড়টি ফিরে যাবে।

 সোমবার ভারতের আবহাওয়া দফতরের প্রবীণ বিজ্ঞনী আর কে জেনামনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম ও পুরী থেকে প্রায় ৪৫০ ও ৫০০ কিলোমিটার দূরে রয়েছে। তবে এটি উপকূলের কাছে এলেই শক্তি হারাবে। কারণ পশ্চিমী শুষ্ক বাতাস ঘূর্ণঝড়ে প্রবেশ করবে। ১১ মে উপকূলের কাছাকাছি আসার সময় এর তীব্রতা হ্রাস পাবে। এটি উড়িশা উপকূলও স্পর্শ করবে না। তবে এটি এখনও একটি মারাত্মক ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে। ১২ ঘণ্টায় ২১-২৫ কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়টি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই শক্তি হারিয়ে ফেলবে। আর সেইকারণে প্রাকৃতিক বিপর্যের সম্ভাবনা অনেকটাই কম। তবে উপকূলবর্তী এলাকায় ভারী এথেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। 

Latest Videos


ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সোমবার থেকেই ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আজও বৃষ্টি অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার রাত থেকেই ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে আন্দামান সাগরে তৈরি হওয়া নিন্মচাপটি। তারপর রীতিমত শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছিল। হাওয়া অফিস জানিয়েছে এটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কিন্তু অন্ধ্র ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় এসেছেই পশ্চিমী বায়ুর প্রভাবে ইউটার্ন নেবে ঘূর্ণিঝড়টি। পাশাপাশি শক্তিও হারিয়ে ফেলবে। 

আবহাওয়া দফতর জানিয়েছে দ্রুত গতিতে শক্তি সঞ্চয় করে এটি ১০ মে সন্ধ্যায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। যার অর্থ এটি এগিয়ে আসতে পারে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে। যদিও শনিবার হাওয়া অফিস জানিয়েছিল ঘূর্ণিঝড়টির ওড়িশা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা খুবই কম। তবে এখন গতি পরিবর্তন করতে শুরু করেছে নিম্মচাপটি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেইউপকূলবর্তী এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। পাল্লি দিয়ে হচ্ছে বৃ্ষ্টি। 

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবার রাহুল গান্ধীর 'তীর', কংগ্রেস ও বিজেপি জমানার তুলনা সোশ্যাল মিডিয়ায়

নতুন বউ দুধ-আলতায় পা দিয়ে শ্বশুরবাড়ি প্রবেশ করে, এর কারণ জানেন কি

নিহত দানিশ সিদ্দিকিসহ চার ভারতীয়কে পুলিৎজার সম্মান, এই ছবির জন্যই সেরা হলেন তাঁরা

Share this article
click me!

Latest Videos

Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে