Cyclone Dana: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে দ্রুত ধেয়ে আসছে দানা, সমুদ্রে ঝড়ের গতিবেগ ১২৫ কিলোমিটার

স্থলভাগের আরও কাছে চলে এল ঘূর্ণিঝড় দানা (CYCLONE DANA)। তবে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। সমুদ্রেই দ্রুত শক্তি বাড়াচ্ছে।

 

Saborni Mitra | Published : Oct 24, 2024 10:00 PM / Updated: Oct 24 2024, 11:08 PM IST
110
স্থলভাগের কাছে ঘূর্ণিঝড় দানা

সমুদ্রে দ্রুত শক্তি বাড়িয়ে স্থলভাগের আরও কাছে চলে এল ঘূর্ণিঝড় দানা। বঙ্গোপসাগরের ওপর বৃদ্ধি পেল গতি আর শক্তি।

210
দানার অবস্থান

আবহাওয়া দফতর সূত্রের খবর ঘূর্ণিঝড় দানা রয়েছে পারাদ্বীপ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। ধামারা থেকে ১১০ কিলোমিটার দূরে। আর বাংলার সাগরদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

310
ধামারা থেকে দূরত্ব

ঘূর্ণিঝড় দানা ধামারা থেকে আর মাত্র ৯০ কিলোমিটার দূরে রয়েছে। হাওয়া অফিস মনে করছে এটাই দানার সম্ভাব্য ল্যন্ডফলের স্থান।

410
দানার গতিবেগ

পুর আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ ছিল ১৩ কিলোমিটার। এর আগে সমুদ্রের উপর দিয়ে ১২ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছিল সে। এখন সমুদ্রের উপর ঝড়ের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ কিলোমিটার।

510
ল্যান্ডফলের সময়

আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে দানা।

610
ল্যান্ডফলের স্থান

হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ওড়িশার ধামারা থেকে ভিতরকণিকার মধ্যে কোনও স্থানে স্থলভাগে প্রবেশ করবে দানা।

710
ল্যান্ডফলের সময় গতিবেগ

ল্যন্ডফলের সময় দানার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১-১১০ কিলোমিটার প্রতিঘণ্টা। সর্বোচ্ছ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

810
দানার দাপট

দানার দাপট পশ্চিমবঙ্গ ওড়িশা ছাড়াও পাঁচ রাজ্যে পড়বে। রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, বিহার এবং তামিলনাড়ুতে। 

910
রাজ্যে প্রভাব

ঘূর্ণিঝড় দানার দাপট সবথেকে বেশি পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার সঙ্গে হাও়ড়া, হুগলিতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়বে।

1010
উপকূবর্তী জেলায় সতর্কতা

আলিপুর হাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos