Cyclone Dana: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে দ্রুত ধেয়ে আসছে দানা, সমুদ্রে ঝড়ের গতিবেগ ১২৫ কিলোমিটার
স্থলভাগের আরও কাছে চলে এল ঘূর্ণিঝড় দানা (CYCLONE DANA)। তবে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। সমুদ্রেই দ্রুত শক্তি বাড়াচ্ছে।
Saborni Mitra | Published : Oct 24, 2024 4:30 PM IST / Updated: Oct 24 2024, 11:08 PM IST
স্থলভাগের কাছে ঘূর্ণিঝড় দানা
সমুদ্রে দ্রুত শক্তি বাড়িয়ে স্থলভাগের আরও কাছে চলে এল ঘূর্ণিঝড় দানা। বঙ্গোপসাগরের ওপর বৃদ্ধি পেল গতি আর শক্তি।
দানার অবস্থান
আবহাওয়া দফতর সূত্রের খবর ঘূর্ণিঝড় দানা রয়েছে পারাদ্বীপ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে। ধামারা থেকে ১১০ কিলোমিটার দূরে। আর বাংলার সাগরদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ধামারা থেকে দূরত্ব
ঘূর্ণিঝড় দানা ধামারা থেকে আর মাত্র ৯০ কিলোমিটার দূরে রয়েছে। হাওয়া অফিস মনে করছে এটাই দানার সম্ভাব্য ল্যন্ডফলের স্থান।
দানার গতিবেগ
পুর আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ ছিল ১৩ কিলোমিটার। এর আগে সমুদ্রের উপর দিয়ে ১২ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছিল সে। এখন সমুদ্রের উপর ঝড়ের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১২৫ কিলোমিটার।
হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ওড়িশার ধামারা থেকে ভিতরকণিকার মধ্যে কোনও স্থানে স্থলভাগে প্রবেশ করবে দানা।
ল্যান্ডফলের সময় গতিবেগ
ল্যন্ডফলের সময় দানার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১-১১০ কিলোমিটার প্রতিঘণ্টা। সর্বোচ্ছ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।
দানার দাপট
দানার দাপট পশ্চিমবঙ্গ ওড়িশা ছাড়াও পাঁচ রাজ্যে পড়বে। রাজ্যগুলি হল অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, বিহার এবং তামিলনাড়ুতে।
রাজ্যে প্রভাব
ঘূর্ণিঝড় দানার দাপট সবথেকে বেশি পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার সঙ্গে হাও়ড়া, হুগলিতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়বে।
উপকূবর্তী জেলায় সতর্কতা
আলিপুর হাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।