West Bengal News: পাকিস্তানের জেলে আটক অবস্থায় মৃত্যু হলো এক ভারতীয় বাঙালি মৎস্যজীবীর। কী কারণে মৃত্যু? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

West Bengal News: পাকিস্তানে মৃত্যু বাংলার মৎসজীবীর! খবর আসতেই কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার। দু’বছর আগে ভিনরাজ্যে মাছ ধরতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দক্ষিণ পাইকপাড়া গ্রামের মৎসজীবী স্বপন রানা। গুজরাটের কাছে আরব সাগরে আন্তর্জাতিক জলসীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে তাঁদের ট্রলার। সেই থেকেই পাকিস্তানের জেলে বন্দি ছিলেন তিনি। দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন পরিবারের সদস্যরা। শনিবার সকালে তাঁর বাড়িতে খবর পৌঁছায় যে পাকিস্তানে তিনি মারা গেছেন।

কী কারণে পাকিস্তানের জেলে আটকে পড়েছিলেন ওই মৎস্যজীবী?

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দক্ষিণ পাইকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন পাকিস্তানের জেলে আটকে পড়া এই মৎসজীবী স্বপন রানা (৫৫)। বছর দুয়েক আগে রাতের অন্ধকারে জলসীমান্ত বুঝতে না পেরে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েছিল ভারতীয় মৎস্যজীবীদের ওই ট্রলার। এরপর পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী কাঁথির স্বপন রানা-সহ আরও কয়েকজন ভারতীয় মৎস্যজীবীকে ধরে জেলে বন্দি করে। প্রশাসনের কাছে আটকে থাকা স্বপনের ঘরে ফেরার আর্জি জানিয়েছিল পরিবার। থানায় লিখিত আবেদনও জানিয়েছিলেন তাঁরা।

অবশেষে শনিবার স্থানীয় প্রশাসনের মারফত তাঁর বাড়িতে খবর যায় যে পাকিস্তানে স্বপন বাবুর মৃত্যু হয়েছে। খবর পাওয়ার মাত্র শোকের ছায়া নেমে আসে পরিবারে। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল স্বপন রানার মৃত্যুর খবর নিয়ে পৌঁছান তার বাড়িতে। 

তিনি বলেন, “আমার কাছে গতকাল রাতে বিডিও এবং সিডিও-র তরফে একটি নোটিশ পাঠানো হয়। সেখানে জানানো হয় যে দেশপ্রাণ ব্লকের দক্ষিণ পাইকপাড়া গ্রামের এক মৎস্যজীবী পাকিস্তানের জেলে মারা গেছেন। পুরো ঘটনাটা জানার পর আজ সকালে খবর নিয়ে আমি তাঁর বাড়িতে যাই। দেহ দেশে ফেরানো থেকে সৎকার—সব কাজে মৎস্যজীবী উন্নয়ন সমিতি সম্পূর্ণ সহযোগিতা করবে।”

সূত্রের খবর, আগামী ৪ঠা ডিসেম্বর পাকিস্তান ভারতের হাতে স্বপন রানার দেহ তুলে দেবে। সেখান থেকে দেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা এবং পরবর্তী সৎকারের সমস্ত কাজে পরিবারকে পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছে জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।