ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব? বিকেল হতেই হঠাৎ কলকাতা ও জেলাগুলিতে রোদের বদলে ঝোড়ো বাতাস

Published : Oct 28, 2025, 03:54 PM ISTUpdated : Oct 28, 2025, 04:05 PM IST
Cyclone Montha

সংক্ষিপ্ত

Cyclone Montha: মঙ্গলবার সন্ধেবেলা বা রাতে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও ওড়িশা (Odisha) উপকূলে আছড়ে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় মোন্থা। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। বাংলাতেও ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোন্থা।

Cyclone Montha Updates: সকাল থেকে ছিল রোদ। কিন্তু বিকেল গড়াতেই কলকাতা ও আশেপাশের জেলাগুলির আবহাওয়া হঠাৎ বদলে গেল। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। ঝোড়ো বাতাসও বইতে শুরু করেছে। অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও ওড়িশা (Odisha) উপকূলে আছড়ে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় মোন্থা। বাংলাতেও এর প্রভাব পড়ছে। মৌসম ভবন (India Meteorological Department) জানিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে (West-Central Bay of Bengal) তৈরি হয়েছে তীব্র ঘূর্ণিঝড়। গত সাত ঘণ্টা ধরে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর দিক থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়। মঙ্গলবার সন্ধে থেকে রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে (Andhra Pradesh Coast) আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোন্থা। কাকিনাড়ার (Kakinada) কাছে মছলিপটনম (Machilipatnam) ও কলিঙ্গপটনমের (Kalingapatnam) মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। সেই সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। অন্ধ্রপ্রদেশের ১৬টি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে।

অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N. Chandrababu Naidu) উপকূলবর্তী অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পাওয়ার পরেই প্রশাসন কয়েক হাজার বাসিন্দাকে সাইক্লোন সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কাকিনাড়া ও কোনাসীমা (Konaseema) অঞ্চলে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে। এই কারণে এই দুই অঞ্চলে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রায় ১০,০০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১২৬ জন গর্ভবতী আছেন। তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে রাখা হয়েছে।

ওড়িশাতেও ঘূর্ণিঝড়ের সতর্কতা

অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশাতেও (Odisha) ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব পড়তে চলেছে। উপকূলবর্তী আটটি জেলা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ওড়িশায় মাঝেমধ্যেই ঘূর্ণিঝড় হয়। এই কারণে বিভিন্ন জেলায় সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। সেই সাইক্লোন সেন্টারগুলিতে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১০
ঘূর্ণিঝড় মোন্থার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি।
মঙ্গলবার সন্ধেবেলা বা রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মোন্থা।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল