Cyclone Montha Alert: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Southeast Bay of Bengal) তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মান্থা। এর ফলে তামিলনাড়ু (Tamil Nadu) ও ওড়িশায় (Odisha) কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেও (West Bengal) ভারী বৃষ্টি হতে পারে।

DID YOU
KNOW
?
আসছে ঘূর্ণিঝড় মান্থা
ঘূর্ণিঝড় মান্থা নামকরণ করেছে থাইল্যান্ড। মঙ্গলবার সন্ধেবেলা সমতলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।

Cyclone Montha: সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Southeast Bay of Bengal) শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপ। মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। এই ঘূর্ণিঝড়ের নাম মান্থা। এই নাম দিয়েছে থাইল্যান্ড (Thailand)। এর অর্থ মন্থন। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh) কাকিনাড়াতে (Kakinada)। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার তামিলনাড়ু (Tamil Nadu) ও ওড়িশার (Odisha) জন্য কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন (India Meteorological Department)। মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের সোমবারের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে?

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার রাতে কলকাতার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছটপুজোর দিন বৃষ্টির সামান্য সম্ভাবনা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।

কৃষকদের জন্যও সতর্কবার্তা

মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কৃষকদের জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।