DA and Bonus: বিরাট খবর সরকারি কর্মীদের জন্য, নগদ ১০ হাজার সঙ্গে বোনাস, মিলবে এই মে মাসে

Published : May 13, 2025, 03:39 PM IST

DA and Bonus: মোদী সরকার লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছে। শীঘ্রই তাদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকবে, যার মধ্যে ১০ হাজার টাকা নগদ এবং বোনাস অন্তর্ভুক্ত। মে মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই নগদ টাকা এবং এরিয়ার পাবেন।

PREV
110

লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বিরাট খবর দিল মোদী সরকার। শীঘ্রই তাদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।

210

শীঘ্রই নগদ ১০ হাজার টাকা পাবেন তারা। সঙ্গে পাবেন বোনাস। সব মিলিয়ে অ্যাকাউন্ট ঢুকবে মোটা টাকা।

310

জানা যাচ্ছে, মে মাসে নগদ টাকা ও এরিয়ার পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কারণ এই ডিএ কার্যকর হয়েছে জানুয়ারি মাসে। এবার মিলবে এই টাকা।

410

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইতিমধ্যে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। যার ফলে বছরে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা মতো।

510

এদিকে এই মে মাসে মিলবে এরিয়ার টাকা। সব মিলিয়ে উপকৃত হবেন বিভিন্ন স্তরের কেন্দ্রীয় কর্মীরা।

610

টাকা পাবেন সশস্ত্র বাহিনীর কর্মী, রেলওয়ে কর্মী, ডাক বিভাগের কর্মী, কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ের শিক্ষক, প্রতিরক্ষা বেসামরিক বাহিনীর কর্মীরা।

710

সপ্তম পে কমিশনে আওতায় পাবেন এই টাকা। মাসে ৭২০ টাকা থেকে ৩, ১৫২ টাকা পর্যন্ত বেতন বাড়বে।

810

শোনা যাচ্ছে, চলতি মাসে ডিএ-র টাকা পাবেন কর্মীরা। সঙ্গে পাবেন বোনাস। রেলের গ্রুপ সি এবং ডিফেন্সের কর্মীরা পাবেন PLB। তেমনই ডাক কর্মী, শিক্ষক এবং অন্যান্য মন্ত্রীসভার কর্মীরা পাবেন Ad hoc Bonus।

910

জানা যাচ্ছে, মে থেকে মাসিক ডিএ বৃদ্ধি পাবে। তেমনই কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বোনাস।

1010

তবে আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তা জানতে হলে আপনার অফিসে আসা বিজ্ঞপ্তি দেখুন। সঙ্গে বেতন স্লিপ দেখুন।

click me!

Recommended Stories