112

২ মাস পরেই মহার্ঘ ভাতা বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার বছরে দুইবর ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। জানুয়ারি আর জুলাই। তাই আর দুই মাস পরেই বৃদ্ধি করা হবে মহার্ঘ ভাতা
212
গতবার বৃদ্ধি
জানুয়ারি মাসে মহার্ঘ ভাতার ঘোষণা হয়েছিল এপ্রিল মাসে। সেই সময় ২ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্র।
312
বর্তমান ডিএ
বর্তমানে ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
412
কেন্দ্রীয় সরকরি কর্মীদের ডিএ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নির্ভর করে AICPI সূচকের ওপর।
512
সূচক নিম্নগামী
গত জানুয়ারি - ফেব্রুয়ারি AICPI সূচক নিম্নগামী ছিল। আর সেই কারণে কেন্দ্রীয় সরকরি কর্মীদের ডিএ কম হারে বৃদ্ধি পেয়েছে।
612
বর্তমান সূচক
AICPI সূচক বর্তমানে বেড়েছে মার্চ মাসে ০.২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। পৌঁছেছে ১৪৩ পয়েন্টে।
712
বৃদ্ধির সম্ভাবনা
আগামী তিন মাস যদি AICPI সূচক বৃদ্ধি পায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাবে।
812
ডিএ হতে পারে
সংশ্লিষ্ট মহলের ধারনা AICPI বৃদ্ধির হার যদি সমান থাকে তাহলে ডিএ বৃদ্ধি হতে পরে ৩ শতাংশ।
912
অষ্টম বেতন কমিশন
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। তাতেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অনেকটাই বাড়তে পারে।
1012
সম্ভাব্য বেতন
অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন হতে পারে ৫১ হাজার টাকার কাছাকাছি।
1112
লাগু হতে পারে
ওয়াকিবহাল মহলের ধারনা অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে ২০২৬ সালে বা তারও পরে।
1212
বাংলার সঙ্গে ডিএ ফারাক বাংলার সরকারি কর্মীদের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক রয়েছে প্রায় ৩৭ শতাংশ।
বাংলার সরকারি কর্মীদের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক রয়েছে প্রায় ৩৭ শতাংশ।