
'ডিএ নিয়ে আন্দোলন, মিছিল করছে বলেই এদের চাকরি চলে গেল' বিস্ফোরক মমতা
'ডিএ নিয়ে আন্দোলন, মিছিল করছে বলেই এদের চাকরি চলে গেল'। নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে খোঁচা মমতার।
'ডিএ নিয়ে আন্দোলন, মিছিল করছে বলেই এদের চাকরি চলে গেল'। নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে খোঁচা মমতার। 'যারা ডিএ নিয়ে চিৎকার করছে, প্রতিদিন ধর্না, মিছিল করছে, তাঁদের জন্যই ৩৬ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল। ২ লক্ষ পরিবার বুভুক্ষু হয়ে গেল। আপনারা অবসাদে ভুগবেন না। প্রচুর ছেলে মেয়ে আমাকে ফোন করছে। আমাকে বলছে, আমাদের বাঁচান।'