Published : May 30, 2025, 03:49 PM ISTUpdated : May 30, 2025, 03:50 PM IST
সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা মামলার শুনানির মধ্যেই এই রাজ্য সরকারের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করা হল। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে উদ্যোগ নিল রাজ্য সরকার। জুন থেকেই নাকি ৫ মাসের বকেয়া টাকা দেওয়া হবে।
এখন কর্মচারীরা ৫৫% ডিএ পাবেন। রাজ্যের প্রায় সাড়ে সাত লক্ষ সরকারি কর্মচারী এর সুবিধা পাবেন।
511
ডিএ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। জানানো হয় মন্ত্রিসভাও এই প্রস্তাব অনুমোদন করেছে। এবার এই বিষয়ে পাকাপাকিভাবে অর্থ বিভাগ নির্দেশিকা জারি করল।
611
মিলবে কয়েক মাসের বকেয়া
এই সিদ্ধান্তের পর, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমান ৫৫% ডিএ পাবেন। অর্থাৎ, এখন রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান ডিএ পাবেন। বর্ধিত ডিএ পরিমাণ বকেয়া হিসেবে গৃহীত হবে।
711
এই পরিমাণ পাঁচটি সমান কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি ২০২৫ সালের জুন মাসে পাওয়া যাবে।
811
আর শেষ কিস্তি ২০২৫ সালের অক্টোবরে দেওয়া হবে। এতে কর্মীদের একবারে বিশাল অঙ্কের অর্থ প্রদানের মাধ্যমে স্বস্তি পাওয়া যাবে।
911
বিজ্ঞপ্তি অনুসারে, ১ জুলাই ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত বকেয়া অর্থ যথাক্রমে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, ২০২৫ মাসে পাঁচটি সমান কিস্তিতে পরিশোধ করা হবে।
1011
যদি রাজ্য সরকারি কর্মচারী ০১ জুলাই ২০২৪ থেকে ৩১ মে ২০২৫ সময়কালের মধ্যে অবসর গ্রহণ/মৃত্যুবরণ করেন, তাহলে বকেয়া অর্থ তার মনোনীত সদস্যকে এককালীনভাবে প্রদান করা হবে।
1111
আসলে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য রয়েছে এই সুখবর। মুখ্যমন্ত্রী মোহন যাদব মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন।