- Home
- West Bengal
- Kolkata
- DA Update: ডিএ দিতে শুরু করবে নবান্ন-তৈরি তালিকা, প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে জুলাইয়ে কত টাকা ঢুকবে?
DA Update: ডিএ দিতে শুরু করবে নবান্ন-তৈরি তালিকা, প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে জুলাইয়ে কত টাকা ঢুকবে?
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার আগামী ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ মেটাবে। এই নির্দেশ কার্যকর করতেই প্রযুক্তির সাহায্যে কর্মচারী পিছু হিসাব কষতে চলেছে নবান্ন। সরকারি কর্মীদের ১৪১ মাসের বকেয়া মেটাবে নবান্ন। কত করে পাবেন কর্মীরা?

পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) দেওয়ার প্রক্রিয়া অবশেষে গতি পেতে শুরু করেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার আগামী ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ মেটাতে বাধ্য।
এই নির্দেশ কার্যকর করতেই প্রযুক্তির সাহায্যে কর্মচারী পিছু হিসাব কষতে চলেছে নবান্ন।
গত ১৬ মে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানায়, রাজ্য সরকার যেন অবিলম্বে বকেয়া মহার্ঘভাতার ২৫% কর্মচারীদের হাতে তুলে দেয়।
কারা এই ডিএ বকেয়া পাওয়ার যোগ্য?
প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত প্রায় ৮ লক্ষ সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন।
এর মধ্যে রয়েছেন—
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক
পঞ্চায়েত এবং পুরসভার কর্মীরা
পুরনিগম ও অন্যান্য সরকার পোষিত সংস্থার কর্মচারী
স্বশাসিত সংস্থার অধীন কর্মরত কর্মচারীরা
পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনপ্রাপ্ত ব্যক্তিরাও এই বকেয়া পাবেন
‘ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (IFMS)’-এর মাধ্যমে কর্মীদের নিজস্ব তথ্য জমা দেওয়ার প্রযুক্তিগত পদ্ধতি চালু করা হচ্ছে।
সরকারি কর্মচারীরা ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁদের চাকরির কার্যকাল ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিতে পারবেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
এই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা যাবে, কর্মচারী পিছু কত টাকা বকেয়া ডিএ দিতে হবে। অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, এই পদ্ধতিতে রাজ্য সরকার যেমন কর্মচারীর মোট সংখ্যা ও তাদের বকেয়া ডিএর পরিমাণ বুঝতে পারবে, তেমনই সুপ্রিম কোর্টে চার সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ থাকা রিপোর্ট তৈরি করাও সহজ হবে।
কোন সময়ের জন্য এই বকেয়া ডিএ প্রযোজ্য?
এই বকেয়া প্রদান করা হবে ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য। অর্থাৎ, মোট ১৪১ মাসের ডিএ বকেয়া হিসাবে গণ্য করা হয়েছে। জুনের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে সফল হয় কিনা রাজ্য সরকার, তা এখন সময়ই বলবে।

