- Home
- India News
- DA and Bonus: বিরাট খবর সরকারি কর্মীদের জন্য, নগদ ১০ হাজার সঙ্গে বোনাস, মিলবে এই মে মাসে
DA and Bonus: বিরাট খবর সরকারি কর্মীদের জন্য, নগদ ১০ হাজার সঙ্গে বোনাস, মিলবে এই মে মাসে
DA and Bonus: মোদী সরকার লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছে। শীঘ্রই তাদের অ্যাকাউন্টে মোটা টাকা ঢুকবে, যার মধ্যে ১০ হাজার টাকা নগদ এবং বোনাস অন্তর্ভুক্ত। মে মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই নগদ টাকা এবং এরিয়ার পাবেন।

লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বিরাট খবর দিল মোদী সরকার। শীঘ্রই তাদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।
শীঘ্রই নগদ ১০ হাজার টাকা পাবেন তারা। সঙ্গে পাবেন বোনাস। সব মিলিয়ে অ্যাকাউন্ট ঢুকবে মোটা টাকা।
জানা যাচ্ছে, মে মাসে নগদ টাকা ও এরিয়ার পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কারণ এই ডিএ কার্যকর হয়েছে জানুয়ারি মাসে। এবার মিলবে এই টাকা।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইতিমধ্যে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। যার ফলে বছরে অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা মতো।
এদিকে এই মে মাসে মিলবে এরিয়ার টাকা। সব মিলিয়ে উপকৃত হবেন বিভিন্ন স্তরের কেন্দ্রীয় কর্মীরা।
টাকা পাবেন সশস্ত্র বাহিনীর কর্মী, রেলওয়ে কর্মী, ডাক বিভাগের কর্মী, কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ের শিক্ষক, প্রতিরক্ষা বেসামরিক বাহিনীর কর্মীরা।
সপ্তম পে কমিশনে আওতায় পাবেন এই টাকা। মাসে ৭২০ টাকা থেকে ৩, ১৫২ টাকা পর্যন্ত বেতন বাড়বে।
শোনা যাচ্ছে, চলতি মাসে ডিএ-র টাকা পাবেন কর্মীরা। সঙ্গে পাবেন বোনাস। রেলের গ্রুপ সি এবং ডিফেন্সের কর্মীরা পাবেন PLB। তেমনই ডাক কর্মী, শিক্ষক এবং অন্যান্য মন্ত্রীসভার কর্মীরা পাবেন Ad hoc Bonus।
জানা যাচ্ছে, মে থেকে মাসিক ডিএ বৃদ্ধি পাবে। তেমনই কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বোনাস।
তবে আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তা জানতে হলে আপনার অফিসে আসা বিজ্ঞপ্তি দেখুন। সঙ্গে বেতন স্লিপ দেখুন।

