- Home
- West Bengal
- West Bengal News
- তারিখ পিছিয়ে গেলেও DA মামলা নিয়ে এল বিরাট সুখবর! তাহলে কি জয় নিশ্চিত? আশায় সরকারি কর্মীরা
তারিখ পিছিয়ে গেলেও DA মামলা নিয়ে এল বিরাট সুখবর! তাহলে কি জয় নিশ্চিত? আশায় সরকারি কর্মীরা
গত আড়াই বছর ধরে প্রায় ১৮ বার ডিএ (Dearness Allowance) মামলাটির শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতেই বাংলার DA মামলা নিয়ে বিরাট আপডেট! দারুণ খবর রয়েছে বাংলার সরকারি কর্মীদের জন্য।

বুধবার দুপুর ২ টোর সময় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তার শুনানি হয়নি।
আর এ নিয়ে টানা ১৮ বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।
শেষবার শুনানি হয়েছিল ২০২৪ সালের ১লা ডিসেম্বর। আর এরপর থেকে প্রতিবারই আশা ভঙ্গ হচ্ছে কর্মচারীদের।
এই মামলাটি গত আড়াই বছর ধরে চলছে। এমনকি ১৮ বার শুনানি পিছিয়েছে। আর প্রতিবারই বিভিন্ন কারণ দিয়ে মামলার সময় বদলিয়েছে, বদল হয়েছে বিচারপতিও।
এই মামলাটি গত আড়াই বছর ধরে চলছে। এমনকি ১৮ বার শুনানি পিছিয়েছে। আর প্রতিবারই বিভিন্ন কারণ দিয়ে মামলার সময় বদলিয়েছে, বদল হয়েছে বিচারপতিও।
প্রথমবার SAT-এ রাজ্য সরকার জয় পেয়েছিল। এমনকি পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও কর্মচারীদের পক্ষ একের পর এক জয় এসেছিল। তবে বাস্তবে আজও পূর্ণাঙ্গ ডিএ পায়নি সরকারি কর্মচারীরা।
এবার কী হত চলেছে? কারণ ডিএ মামলা পিছিয়ে গেলেও ভাল খবর রয়েছে সরকারি কর্মীদের জন্য।
সরকারি কর্মচারীদের সঙ্গে যুক্ত এই আন্দোলনে শামিল হওয়া মানুষদের উদ্দেশ্যে বিকাশরঞ্জন ভট্টাচার্য দিয়েছেন এই সুখবর।
তিনি জানিয়েছেন, আমি জানি যে এই মামলার জন্য অনেক খরচ এবং মানসিক চাপও সহ্য করতে হচ্ছে। তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একমাত্র একতা এবং ধৈর্য দিয়েই এই মামলার জয় পাওয়া যাবে।
আইনজীবীর বক্তব্য অনুযায়ী, আগামী শুক্রবার অর্থাৎ ১৭ মে এই মামলার চূড়ান্ত শুনানি হবে এবং এবার আর মামলা পিছনো হবে না বলেই আশ্বাস। এখন সকলের নজর শুক্রবারের দিকে। দেখা যাক মামলার শুনানিতে কি রায় আসে।

