নতুন বছরে ৭% বাড়ল DA! সাথে অতিরিক্ত সুবিধা, আচমকা দুর্দান্ত ঘোষণা সরকারি কর্মীদের জন্য

বছর শুরু হতেই বিরাট সুখবর সরকারি কর্মীদের (Government Employees) জন্য। ৩ বা ৪ নয়, এক ধাক্কায় ৭ শতাংশ বাড়ল ডিএ! হঠাৎ এই ঘোষণায় রীতিমত চমকে গিয়েছেন কর্মীরা। কত টাকা পাবেন সরকারি কর্মীরা ?

Parna Sengupta | Published : Jan 1, 2025 12:02 PM
114

গত বছর দুর্গাপুজোর আগে শেষবার কেন্দ্রীয় সরকার সকল সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) বাড়িয়েছিল প্রায় ৩ শতাংশ। যার ফলে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।

214

দেখতে দেখতে অবশ্য ডিসেম্বর শেষ হয়ে গিয়ে জানুয়ারি শুরু হয়ে গিয়েছে। আর নতুন বছর পড়তেই আরও এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বৃদ্ধির সময় এসে গিয়েছে।

314

কিন্তু এই আবহে এবার রাজ্য সরকার, কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে হাঁটল।

414

বছরের প্রথমেই এই নয়া চমকে বেশ খুশি সরকারী কর্মীরা।

514

নতুন বছর ২০২৫ এর শুরুতে এই দুর্দান্ত খবর রয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য

614

বর্ষশেষের দিন রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে।

714

গত মঙ্গলবার, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের কর্মচারীদের জন্য এবার একধাক্কায় ৭ শতাংশ মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

814

আর এই বর্ধিত হাতে মহার্ঘ ভাতা বা DA মিলবে আজ অর্থাৎ ১ জানুয়ারী, ২০২৫ থেকে।

914

আগে যেখানে এই রাজ্যের সরকারী কর্মীরা ৩২ শতাংশ DA বা মহার্ঘ ভাতা পেতেন এখন সেখানে সেই DA এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে।

1014

জানা গিয়েছে সরকারের এই মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণার সাথে সাথে রাজ্যের এক লাখেরও বেশি সরকারি কর্মচারী উপকৃত হতে চলেছেন।

1114

এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোতে কেবিন ক্রু পদের জন্য প্রায় ৫০০ যুবকদের দিল্লিতে আবাসিক দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

1214

এছাড়াও রাজ্যের চিকিৎসা পরিকাঠামোতেও নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে সরকার।

1314

জানা গিয়েছে সমস্ত জেলা হাসপাতালে বিনামূল্যে ২৩ টি ক্যান্সারের ওষুধ সরবরাহ করবে। যার ফলে অনেকটাই উপকৃত হবে রাজ্যবাসী।

1414

বছরের শুরুতেই ডিএ ঘোষণা করা হয়েছে মণিপুরের সরকারি কর্মীদের জন্য

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos