DA News: আর মহার্ঘ ভাতাই পাবেন না এই সরকারি কর্মীরা, ডিএ নিয়ে সামনে এল বড় আপডেট

Published : Feb 06, 2025, 02:05 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। সেই মত তৈরি হয়েছে কমিটি। কিন্তু তারই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে শুরু হয়েছে জল্পনা। 

PREV
110
অষ্টম বেতন কমিশন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। সেই মত তৈরি হয়েছে কমিটি। কিন্তু তারই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

210
ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার শেষবার গত বছর দীপাবলির সময় ডিএ বৃদ্ধি করেছিল। তারপর আর কোনও মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়নি।

310
শেষবার ডিএ

শেষবার অর্থাৎ দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছিল। বর্তমানে কেন্দ্রের কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

410
দুইবার ডিএ

কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুইবার ডিএ ঘোষণা করে। কিন্তু নতুন বছর এখনও পর্যন্ত কোনও ডিএ ঘোষণা করেনি।

510
পঞ্চম বেতন কমিশনের সুপারিশ

পঞ্চম বেতন কমিশনের সময়কালে সুপারিশ ছিল, ডিএ ৫০ শতাংশ ছাড়ালে তা যেন মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেটি আবার অষ্টম বেতন কমিশনে ফিরিয়ে আনা হতে পারে।

610
৫০ শতাংশ পার

আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশের বেশি হারে ডিএ পাচ্ছেন। তাই আর ডিএ দেওয়া হবে না বলেও জল্পনা শুরু হয়েছে।

710
কেন্দ্রীয় সরকারের বক্তব্য

বর্তমানে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই বলেনি।

810
সরকারি কর্মীদের দাবি

কয়েক মাস আগে যখন ডিএ ৫০ শতাংশের গণ্ডি ছাড়িয়েছিল, তখন থেকেই মূলত বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা তৈরি হলেও তেমন কিছু হয়নি। এই আবহে অষ্টম বেতন কমিশনে যাতে সেই প্রস্তাব থাকে, এবং তা কার্যকর হয়, সেই দাবি উঠেছে।

910
অষ্টম বেতন কমিশনে বেতন

সূত্রের খবর অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন হতে পারে ৫১ হাজার টাকাও বেশি।

1010
পেনশন বৃদ্ধি

শুধুমাত্র সরকারি কর্মীদেরই নয়, একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরও ভাত বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে অষ্টম বেতন কমিশনে।

click me!

Recommended Stories