এবার থেকে ৩ মাস অন্তর বাড়বে DA? সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় খবর

দুর্দান্ত সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এসবের মাঝেই সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে ৩ মাস অন্তর বাড়বে DA?

Parna Sengupta | N/A | Published : Jan 26, 2025 8:45 PM
110

ডিএ (Dearness Allowance) নিয়ে সরকারি কর্মী ও সরকারের মধ্যে টানাপড়েন অব্যাহত।

210

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) ও রাজ্য সরকারের মধ্যে এই নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে।

310

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও ১৮ মাসের মহার্ঘ ভাতা (DA) বকেয়া রয়েছে।

410

এই আবহে নয়া সুখবর দিল সরকার।

510

২০২৫ সাল থেকে তিন মাস পরপর বাড়বে ডিএ?

610

ডিএ (Dearness Allowance) ক্যালকুলেটর বদলাতে পারে সরকার, এমনই মনে করা হচ্ছে।

710

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। জল্পনা কল্পনা চলছে, আগামী মার্চ মাসে হয়তো ফের এক দফায় মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র।

810

এর মধ্যেই আবার রয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। তার আগে এবার ক্যাবিনেট সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

910

রিপোর্ট বলছে, মহার্ঘ ভাতার (Dearness Allowance) হার নির্ধারণের জন্য গড়ে ১২ মাসের গড় ৩ মাসের সঙ্গে প্রতিস্থাপন করা উচিত। এমনটা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রত্যেক ৩ মাস অন্তর মূল্যবৃদ্ধির জন্য টাকা পাবেন।

1010

সেই সঙ্গেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ভিন্ন কনজিউমার প্রাইস ইনডেক্সের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গেই পয়েন্ট টু পয়েন্ট মহার্ঘ ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos