News Round Up: কাশ্মীরে হামলা থেকে ফের রাত দখলের ডাক, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Aug 13, 2025, 08:10 PM IST
Round Up

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনা। জানা গিয়েছে, গত ১২ অগাস্ট গভীর রাতে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরের তিক্কা পোস্টের কাছে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের চেষ্টা করে। তবে বর্ডার অ্যাকশন টিম (BAT) এর হামলা সতর্ক ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের দ্বারা ব্যর্থ করা হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

জম্মু-কাশ্মীরের বারমুলায় ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, গুলির লড়াইয়ে শহিদ ২ জওয়ান

2. ‘রাত দখল' আবারও। ২০২৪ সালের ৯ অগাস্ট অন ডিউটি থাকা অবস্থায় মহিলা চিকিৎসক-ছাত্রী ‘তিলোত্তমা’-কে নির্যাতিতা হয়ে খুন হতে হয় রাজ্যের অন্যতম সেরা সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ভিতর। রাজ্য, দেশ এবং বিদেশ, সব জায়গায় সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। তারপর আসে সেই ১৪ অগাস্টের ঐতিহাসিক রাত। যেদিন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিলেন, ‘অভয়া’-র বিচারের দাবিতে। এবার আগামী ১৪ অগাস্ট, ফের 'রাত দখল'-এর ডাক দিলেন প্রতিবাদী জনতা।

RG Kar Protest: ১৪ অগাস্ট আবার 'রাত দখল'-এর ডাক, কোথায় কোথায় জমায়েত? বড় খবর

৩. বিসিসিআই-এর সভাপতি হিসেবে রজার বিনি আরও পাঁচ বছর দায়িত্ব পালন করতে পারেন বলে শোনা যাচ্ছে। কারণ, নতুন ক্রীড়া বিল অনুযায়ী, কোনও স্পোর্টস ফেডারেশনের শীর্ষপদে থাকা ব্যক্তিদের বয়সসীমা ৭৫ বছর ধার্য করা হয়েছে। যা আদতে বিনির পক্ষে অনেকটা সুবিধাজনক। ৭০ বছর বয়সী রজার বিনি বিসিসিআই সভাপতি হিসেবে আরও একটি ইনিংস খেলবেন। অর্থাৎ, ডবল ইনিংস হতে চলেছে।

Roger Binny: বিসিসিআই-এর সভাপতি থাকছেন রজার বিনিই, ব্যাক টু ব্যাক ডবল ইনিংস?

৪. আগামী মাসে ফের আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আর কী কী কর্মসূচি রয়েছে?

আগামী মাসেই আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক!

৫. নবান্নের পক্ষ থেকে এক বিশেষ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যের সব সিনেমা হলে প্রতিদিন অন্তত একটি করে বাংলা ছবি দেখাতেই হবে। অন্য কোনও সময়ে নয়, প্রাইম টাইমেই বাংলা ছবি দেখাতে হবে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, 'রাজ্যের সব সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের সব স্ক্রিনে ৩৬৫ দিন ধরেই প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে।' সিনেমা হলে প্রাইম টাইমের অর্থ বিকেল তিনটে থেকে রাত ৯টা। এই সময়ের মধ্যেই সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের সব স্ক্রিনে অন্তত একটি বাংলা ছবি দেখাতে হবে।

ভাষা-বিতর্কের মধ্যেই এবার বাংলা ছবির পাশে রাজ্য সরকার, হল মালিকদের বিশেষ নির্দেশিকা নবান্নের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!