Jammu Kashmir News: সীমান্তে ফের জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল করল ভারতীয় সেনা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Jammu Kashmir: সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনা। জানা গিয়েছে, গত১২ অগাস্ট গভীর রাতে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরের তিক্কা পোস্টের কাছে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের চেষ্টা করে। তবে বর্ডার অ্যাকশন টিম (BAT) এর হামলা সতর্ক ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের দ্বারা ব্যর্থ করা হয়েছে। 

১৬ শিখ এলআই (০৯ বিহার অ্যাডভান্স পার্টি) এর দায়িত্বপ্রাপ্ত এলাকা (AOR) এবং উরি থানার আওতাধীন এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা শহিদ হয়েছেন। পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদীরা একটি অগ্রবর্তী পোস্টে ব্যাট (BAT) হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু সতর্ক সেনারা তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে পাল্টা জবাব দেয়। এরপর, অন্ধকারে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে ওই এলাকায় একটি বড় আকারের কর্ডন ও অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। জানা গিয়েছে, এরপর গুলির লড়াইয়ে নিজেদের পোস্টকে রক্ষা করতে গিয়ে হাবিলদার অঙ্কিত এবং সিপাহি বান্থ অনিল কুমার গুরুতর আহত হন এবং শহিদ হন।

Scroll to load tweet…

এদিকে, গতকাল বারামুল্লায় কর্তব্যরত অবস্থায় এক সেনার মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে। এক্স-এর একটি পোস্টে, সেনাবাহিনী বলেছে: "জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় সেনাবাহিনীর সমস্ত পদমর্যাদার সৈন্যরা সিপাহী বান্থ অনিল কুমারের সর্বোচ্চ আত্মত্যাগকে স্যালুট জানায়, যিনি জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় কর্তব্যরত অবস্থায় নিজের জীবন উৎসর্গ করেছেন। ভারতীয় সেনাবাহিনী গভীর সমবেদনা জানায় এবং শোকাহত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে।" 

গোটা ঘটনাটি ঘটে অপারেশন আখাল চলাকালীন, যা ১ অগাস্ট শুরু হয়েছিল। দক্ষিণ কাশ্মীরের আখাল-এর একটি জঙ্গলে সন্ত্রাসবাদীদের উপস্থিতির নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি অভিযান শুরু করে। নবম দিনে এই অভিযান চলাকালীন ল্যান্স নায়েক প্রীতপাল সিং এবং সিপাহী হরবিন্দর সিং শহীদ হন। নিরাপত্তা বাহিনীর হাতে পাঁচজনের বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।