Bengali Cinema: পশ্চিমবঙ্গের বেশিরভাগ সিনেমা হল, বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবি দেখানোর ক্ষেত্রে অনীহা দেখা যায় বলে বারবার অভিযোগ উঠেছে। এবার এ বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
KNOW
West Bengal Cinema Halls: অভিনেতা-পরিচালক-প্রযোজকরা বারবার অনুরোধ করেছেন। এবার সেই অনুরোধে সাড়া দিল রাজ্য সরকার (West Bengal Government)। বুধবার নবান্নের পক্ষ থেকে এক বিশেষ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যের সব সিনেমা হলে প্রতিদিন অন্তত একটি করে বাংলা ছবি দেখাতেই হবে। অন্য কোনও সময়ে নয়, প্রাইম টাইমেই বাংলা ছবি দেখাতে হবে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, 'রাজ্যের সব সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের সব স্ক্রিনে ৩৬৫ দিন ধরেই প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে।' সিনেমা হলে প্রাইম টাইমের অর্থ বিকেল তিনটে থেকে রাত ৯টা। এই সময়ের মধ্যেই সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের সব স্ক্রিনে অন্তত একটি বাংলা ছবি দেখাতে হবে।
আইন সংশোধনের পথে রাজ্য সরকার
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন অনুযায়ী সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলির জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। সব সিনেমা হল ও মাল্টিপ্লেক্সকে এই নির্দেশিকা মানতে হবে। এ বিষয়ে বর্তমানে যে আইন রয়েছে, তা সংশোধন করা হবে বলেও জানিয়েছে নবান্ন। আরও জানানো হয়েছে, তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে জারি করা এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতে হবে। নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।
বাংলা ভাষা নিয়ে বিতর্কের আবহে ছবি সংক্রান্ত নির্দেশিকা
সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিজেপি-র (BJP) বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (AITC)। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি কলকাতা পুরসভা, (Kolkata Municipal Corporation) রাজ্য সরকারও বাংলা ভাষা নিয়ে পদক্ষেপ শুরু করেছে। কলকাতা পুরসভা সব দোকান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করছে। এবার বাংলা ছবি দেখানো নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

