
News Round-up: দিল্লির মুখ্যমন্ত্রীকে বাসভবনে চড় মারার ঘটনা থেকে ৫০টি স্কুলে বোমা মারার হুমকি, সারাদিনের খবর এক ক্লিকে
১) মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে আরও একবার ধাক্কা খেলেন রাজ্যের ২৬ হাজার শিক্ষকরা। নেমে এলো তাদের উপর আরও বড় অনিশ্চয়তা। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত চাকরিহারাদের রিভিউ পিটিশনের আর্জি খারিিজ করে দিলো। বহাল রাখল কলকাতা হাইকোর্টের রায়ই। যারফলে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে ফের নেমে এলো আরও বড় অনিশ্চয়তা।
বিস্তারিত- সুপ্রিম রায়ে ঝুলেই চাকরিহারাদের ভবিষ্যত! কোন পথে এগোবেন চাকরিহারারা?
গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পুলিশ বা অন্য কোনও তদন্তকারী সংস্থার হেফাজতে ৩০ দিনের বেশি থাকলেই হারাতে হবে পদ। প্রধানমন্ত্রী (Prime Minister), সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী (Chief Minister), কেন্দ্রীয় সরকার বা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মন্ত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বুধবার লোকসভায় (Lok Sabha) এই মর্মে বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
বিস্তারিত- রেয়াত করা হবে না প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকেও, গ্রেফতারের পর ৩০ দিন পেরোলেই হারাবেন পদ
গত কয়েক দিনের একটানা অতিভারী বৃষ্টিতে কার্যত জলের তলায় মুম্বই শহর। মৌসম ভবনের তরফে অতিভারী বৃষ্টির সতর্কতা হিসেবে বুধবারও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শুধু তাই নয়, গত কয়েক দিনের বৃষ্টিতে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৩ জন।
বিস্তারিত- বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে থমকে লাইফ লাইন পরিষেবা! বাতিল একাধিক উড়ান, জারি রেড অ্যালার্ট
বুধবার সকালে নিজের বাড়িতেই আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জনতার দরবারে (Jan Sunwai) সাধারণ মানুষের সমস্যা, দাবির কথা শুনছিলেন। সেই সময়ই তাঁকে চড় মারেন এক ব্যক্তি। দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তি দিল্লির মুখ্যমন্ত্রীকে চড় মারেন, তিনি হাতে কিছু কাগজপত্র নিয়ে জনতার দরবারে এসেছিলেন। তিনি প্রথমে সেই কাগজপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। মুখ্যমন্ত্রীর হাতে সেই কাগজ তুলে দেওয়ার পর চিৎকার শুরু করেন ওই ব্যক্তি। এরপরেই তিনি মুখ্যমন্ত্রীকে চড় মারেন।
বিস্তারিত- জনতার দরবারে দাবি সম্বলিত কাগজপত্র হাতে তুলে দিয়েই দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়!
মেইল করে রাজধানীর অন্তত ৫০টি স্কুলকে বোমা মারার হুমকি। গত ২ সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার রাজধানী দিল্লির একাধিক স্কুলে বোম মারার হুঁশিয়ারি দিয়ে হুমকি মেল। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। এর আগে গত ৪৮ ঘন্টায় অন্তত ৩২টি স্কুলে এই ধরনের হুমকি মেইল করা হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যে ফের ৫০টি বিদ্যালয়ে বোম মারার হুমকি দেওয়া মেইল পাঠানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর।
বিস্তারিত- দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান