Lok Sabha: বুধবার লোকসভায় সংসদের বাদল অধিবেশনে (Parliament Monsoon Session) এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ হতে চলেছে। এই বিল পাশ হলে স্বাধীন ভারতের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
KNOW
Monsoon Session of Parliament: গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পুলিশ বা অন্য কোনও তদন্তকারী সংস্থার হেফাজতে ৩০ দিনের বেশি থাকলেই হারাতে হবে পদ। প্রধানমন্ত্রী (Prime Minister), সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী (Chief Minister), কেন্দ্রীয় সরকার বা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মন্ত্রীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বুধবার লোকসভায় (Lok Sabha) এই মর্মে বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিল আইনে পরিণত হলে সারা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মুখ্যমন্ত্রী, মন্ত্রীরাও এই আইনের আওতায় থাকবেন। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিলে সংবিধানের ৭৫, ১৬৪ ও ২৩৯ এএ ধারা সংশোধনের কথা বলা হয়েছে। এছাড়া ২০১৯ সালের জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনের ৫৪ নম্বর ধারা সংশোধনের কথাও বলা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে নতুন আইন
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিলে বলা হয়েছে, ২০১৯ সালের জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনের ৫৪ নম্বর ধারায় নতুন বিধি ৪এ যুক্ত করা হবে। এই বিধিতে বলা হয়েছে, কোনও মন্ত্রী গ্রেফতার হওয়ার পর ৩০ দিন কেটে গেলে৩১-তম দিনে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানাবেন উপরাজ্যপাল। যদি মুখ্যমন্ত্রী উপরাজ্যপালকে এই পরামর্শ না দেন, তাহলে গ্রেফতার হওয়ার পর ৩১-তম দিনে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে। একইভাবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির ক্ষেত্রে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা গ্রেফতার হওয়ার পর ৩০ দিন কেটে গেলে তাঁদেরও পদ হারাতে হবে।
সংবিধানের নৈতিকতা রক্ষার উদ্যোগ কেন্দ্রের
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এটা আশা করা হয় যে মন্ত্রীদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে থাকবে। কোনও মন্ত্রীর বিরুদ্ধে যদি গুরুতর অপরাধের অভিযোগ থাকে, তাঁকে গ্রেফতার বা আটক করা হয়, তাহলে তিনি সংবিধানের নৈতিকতা রক্ষা করতে পারেননি। তাঁর উপর মানুষ যে সাংবিধানিক আস্থা রেখেছিল, তা ভঙ্গ হয়েছে।’ কেন্দ্রীয় সরকারের আশা, লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে যাবে এই বিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
