ইউটিউব দেখে বোমা বানাতে গিয়ে বিপত্তি! মারাত্মক ভাবে আহত ৫ শিশু, ভর্তি হাসপাতালে

ইউটিউব থেকে বোমা বানিয়ে বিপত্তি! মারাত্মক ভাবে আহত ৫ শিশু, ভর্তি হাসপাতালে

ইউটিউবের ভিডিও দেখে বোমা বানিয়ে ফেলল বেশ কয়েকজন শিশু। সেই বোমেই বিস্ফোরণ হওয়ায় গুরতর আহত ৫। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুর মুন্নি কল্যাণ গ্রামে।

বোমা বিস্ফোরণে আহত ৫ শিশুকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুদে বয়স ৭ থেকে ১২ বছর বলে জানা গিয়েছে।

Latest Videos

পা, ও মুখ অত্যন্ত খারা ভাবে পুড়ে গিয়েছে শিশুদের বলে জানা গিয়েছে। তবে সকলেই এখন বিপদমুক্ত পরিস্থিতিতে রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুদের।

পুলিশ সূত্রের খবর, প্রথমে পুরো বিষয়টি লুকানোর চেষ্টা করেন পরিবারের লোকজন। কিন্তু পুরো ঘটনাটি পরে জানাজানি হয়ে যায়। শিশুরা দেশলাই জোগাড় করেছিল। বাজির বারুদও জোগাড় করে রেখেছিল শিশুরা।

ইউটিউব দেখেই মূলত বোমা বানানোর চেষ্টা করেন শিশুরা। একটা টর্চের মধ্যে সমস্ত বারুদ ভরে বিস্ফোরণ করানোর চেষ্টা করেন শিশুরা। আর তাতেই বিস্ফোরণ হয়ে যায়।

এ প্রসঙ্গে এসএসপি রাকেশ কুমার জানিয়েছেন, " ইউটিউবে একটি ভিডিয়ো দেখে শিশুরা গোটা বিষয়টি শিখেছিল। তারা দেশলাই কাঠি আর বাজির বারুদ জোগাড় করেছিল। অন্য কোনও বারুদ মেলেনি। সেকারণে এই বিস্ফোরণের তীব্রতা সেভাবে ছিল না। ছেলেগুলোর পা ও মুখ ঝলসে গিয়েছে। তবে সকলেই নাবালক। সেই মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। "

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি