মায়ের সঙ্গে রাস্তায় হাঁটছিল ছোট্ট মেয়ে, হঠাৎ মাথার উপর এসে পড়ল বিশাল কুকুর, তারপর?

রাস্তায় চলাফেরা করার সময় বেশিরভাগ মানুষই সামনে ও চারপাশে নজর রাখেন। কেউই উপরের দিকে তাকিয়ে হাঁটেন না। এর ফলেই মহারাষ্ট্রে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা।

সরু রাস্তা, ঘিঞ্জি অঞ্চল। রাস্তার দু'পাশে বাড়ি, দোকান। ফলে আরও সরু হয়ে গিয়েছে রাস্তা। তারই মধ্যে মায়ের সঙ্গে হাঁটছিল ৩ বছর বয়সি এক শিশু। হঠাৎ একটি বাড়ির ৬ তলা থেকে মেয়েটির মাথার উপর এসে পড়ল একটি কুকুর। ঠিক যেন সাক্ষাৎ মৃত্যুদূত। মেয়েটির মা কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি মেয়েটিকে সঙ্গে নিয়েই রাস্তায় লুটিয়ে পড়ল। তখনই সংজ্ঞা হারায় শিশুটি। তাকে কোলে নিয়ে হাসপাতালে ছোটেন মা। কিন্তু হাসপাতালে চিকিৎসকরা মেয়েটিকে মৃত ঘোষণা করেন। মহারাষ্ট্রের মুম্বরা অঞ্চলে এই ঘটনা ঘটেছে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে।

কীভাবে পড়ে গেল কুকুরটি?

Latest Videos

৬ তলা থেকে কীভাবে কুকুরটি পড়ে গেল, সেই প্রশ্ন তুলছেন অনেকেই। রাস্তায় পড়ে কুকুরটিও মারাত্মক জখম হয়েছে। চিকিৎসার জন্য তাকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বরা পুলিশ। কুকুরটি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল না কেউ তাকে ঠেলে ফেলে দিয়েছিল, তা জানার জন্য তদন্ত চালানো হচ্ছে। সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা।

 

 

চিকিৎসার পরেও বাঁচল না শিশুটির প্রাণ

মুম্বরা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে প্রথমে কালওয়া অঞ্চলে ছত্রপতি শিবাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিটি স্ক্যানের জন্য তাকে কালশেখর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার দেহ ছত্রপতি শিবাজি হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কুকুরটির মালিককে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। কুকুরটিকে যদি ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়ে থাকে, তাহলে মালিককে গ্রেফতার করবে পুলিশ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নেপথ্য়ে শিশুমৃত্য়ু, জাল দিয়ে ঘিরে ফেলা হল ইকোপার্কের জলাশয়

সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! দ্রুতগতির বাস কেড়ে নিল এক তরতাজা প্রাণ, শোকের ছায়া এলাকায়

তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! কারখানা বিস্ফোরণে কেড়ে নিল ১১ জনের প্রাণ

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari