বর্ষবরণের আনন্দ করার মাঝেই জেনে নিন বিভিন্ন পরিষেবায় কী বদল আসছে, না হলে সমস্যায় পড়তে হবে

বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পে বদল নতুন কোনও ঘটনা নয়। ২০২৫ সালের ১ জানুয়ারিতে ফের বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে বদল দেখা যাবে। প্রতিটি বিষয়ই সাধারণ মানুষের প্রতিদিনের প্রয়োজনের সঙ্গে যুক্ত। ফলে কী বদল হচ্ছে জেনে রাখা ভালো।

Soumya Gangully | Published : Dec 30, 2024 1:56 PM
115
ইংরাজি নতুন বছরের শুরুতেই ভারতে ডিজিট্যাল পেমেন্টের নিয়মে বড় বদল আসছে

এখন বাড়ি থেকে দূরে কোথাও যেতে হলে সঙ্গে বেশি টাকা না থাকলেও চলে। বিভিন্ন জায়গায় ডিজিট্যাল পেমেন্ট করা যায়। ২০২৫ সালের শুরু থেকেই এই ব্যবস্থায় বদল আসতে চলেছে।

215
এখন আর ইউপিআই পেমেন্টের জন্য ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন বাধ্যতামূলক নয়

সাধারণ কি-প্যাড ফোন বা ইন্টারনেট সংযোগ ছাড়াই ডিজিট্যাল পেমেন্ট করার সুযোগ পাওয়া যাচ্ছে। ২০২৫ সালের শুরুতে এই ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে।

315
১ জানুয়ারি থেকেই ইউপিআই লেনদেনের ঊর্ধ্বসীমা বেড়ে দ্বিগুণ হতে চলেছে

এতদিন ইউপিআই লেনদেনের ঊর্ধ্বসীমা ছিল ৫,০০০ টাকা। তা এবার বেড়ে হচ্ছে ১০,০০০ টাকা। ফলে যাঁরা নিয়মিত অনলাইনে পেমেন্ট করেন, তাঁদের সুবিধা হতে চলেছে।

415
নববর্ষে পছন্দের রান্না করবেন ভাবছেন? রান্নার গ্যাসের দাম কিন্তু বাড়ছে

ইংরাজি নতুন বছরের শুরুতেই গৃহস্থের রান্নাঘরে প্রভাব পড়তে চলেছে। রান্নার গ্যাসের দাম বাড়াতে চলেছে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি।

515
সাধারণ রান্নার গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দামও বাড়তে চলেছে

২০২৫ সালের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ঠিক করতে চলেছে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি। বাড়ির সাধারণ গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বাড়তে চলেছে।

615
গত কয়েক মাস ধরে সাধারণ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম না বাড়লেও এবার বদল আসছে

বাড়িতে যে সাধারণ রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়, তার দাম কয়েকদিনের মধ্যেই অনেকটা বেড়ে যেতে পারে। ফলে নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের খরচ বাড়ছে।

715
নতুন বছরের শুরুতেই বিমানের জ্বালানি দামও একধাক্কায় অনেক বেড়ে যেতে চলেছে

বিমানের জ্বালানির দাম বেড়ে গেলে উড়ানের ভাড়াও বেড়ে যাবে। নতুন বছরের শুরুতেই সেটা হতে চলেছে।

815
ইংরাজি নতুন বছরের শুরুতেই সারা দেশের কৃষকদের জন্য সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার

ইংরাজি নতুন বছরের শুরুতেই কৃষকরা কোনওরকম জামানত ছাড়া ঋণ পেতে চলেছেন। ঋণের অর্থও বাড়তে চলেছে।

915
রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ইংরাজি বছরের শুরু থেকেই ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন কৃষকরা

এতদিন কৃষকরা সর্বাধিক ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতেন। এবার বিনা গ্যারান্টিতে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন কৃষকরা।

1015
নতুন বছরে সারা দেশের কৃষকরা সহজে বেশি পরিমাণে ঋণ পাওয়ায় উপকৃত হতে চলেছেন

নতুন বছরে কৃষকদের যে উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার, তাতে সারা দেশের কৃষক শ্রেণিই উপকৃত হবে।

1115
নতুন ইংরাজি বছরে কৃষকদের পাশাপাশি পেনশনভোগীদের জন্যও সুখবর দিচ্ছে কেন্দ্রীয় সরকার

২০২৫ সালের শুরুতেই ইপিএফও-এর নিয়মে বড় বদল আসতে চলেছে। ফলে পেনশনভোগীদের সুবিধা হবে।

1215
ইংরাজি নতুন বছরে ইপিএফও থেকে পেনশন পাওয়ার জন্য বেশি দৌড়ঝাঁপ করতে হবে না

ইপিএফও-এর নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের শুরুতেই পেনশনভোগীরা দেশের যে কোনও ব্যাঙ্ক থেকেই পেনশনের টাকা পেতে পারেন। এর জন্য বাড়তি কোনও ভেরিফিকেশনও করাতে হবে না।

1315
২০২৫ সালের শুরু থেকেই শেয়ার বাজারের নিয়মের ক্ষেত্রেও বদল আসতে চলেছে

কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, নতুন ইংরাজি বছরের শুরুতেই শেয়ার বাজারের নিয়মে বদল আসছে। সেনসেক্স ও নিফটিতে প্রভাব পড়বে।

1415
১ ফেব্রুয়ারি শনিবার হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় বাজেট পেশের দিন হওয়ায় খোলা থাকবে শেয়ার বাজার

শেয়ার বাজার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে। কিন্তু ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন শনিবার হওয়া সত্ত্বেও খোলা থাকবে শেয়ার বাজার।

1515
মঙ্গলবার সারা বিশ্বের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি ভারতবাসীরা

মঙ্গলবার মধ্যরাতে সারা ভারতের মানুষ যখন নতুন বছরকে স্বাগত জানাবেন, তখন হয়তো বিভিন্ন পরিষেবায় বদলের কথা মনে থাকবে না। তবে দৈনন্দিন প্রয়োজনে এগুলির কথা মনে রাখতেই হবে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos