DA বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার, ৭%! বছর শেষে কর্মীদের দুর্দান্ত উপহার

একের পর এক লক্ষ্মী লাভ হয়েই চলেছে সরকারি কর্মীদের। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর এই আবহেই আগামী বছরের শুরুতেই রাজ্যের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত সুখবর ঘুরপাক খাচ্ছে প্রশাসনিক মহলে।

Parna Sengupta | Published : Dec 17, 2024 3:06 PM
19

বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA বা মহার্ঘ ভাতা ৭ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে।

29

এই বর্ধিত DA কার্যকর হতে চলেছে চলতি বছরের ১ জুলাই থেকে।

39

সেক্ষেত্রে DA ২৩৯ শতাংশ থেকে বেড়ে ২৪৬ শতাংশ হবে।

49

আর এই বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রের কর্মচারী এবং পেনশনভোগীদের কাছে বেশ মোটা টাকা উপহার নিয়ে আসবে।

59

এই DA বৃদ্ধি পঞ্চায়েত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং অ-শিক্ষাকর্মী কর্মীদের, এবং বেসরকারি অনুদান- প্রাপ্ত স্কুলগুলোতে পাওয়া যাবে।

69

আগামী বছর ২০২৫ এর শুরুতেই জানুয়ারিতে জুলাই থেকে বর্ধিত DA মিলবে একবারে।

79

তাতেও অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক কমেনি। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক ৩৯%।

89

তবে এবার ফের ৭ শতাংশ DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে হাঁটতে চলেছে আরও একটি রাজ্য।

99

গুজরাট সরকার বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA বা মহার্ঘ ভাতা ৭ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos