বহুদিনের অপেক্ষার পর অবশেষে ডিএ বৃদ্ধির খবর।
রাজ্য সরকারের তরফে ডিসেম্বর মাসের শুরুতেই বড় খবর।
তবে রাজ্যের সব কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি।
কারা কারা পাবেন এই অতিরিক্ত টাকা, জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।
সূত্রের খবর, রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীদের (Government Emoloyees) মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে বলে ঘোষণা করা হয়েছে।
রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের ডিএ পাঁচ শতাংশ হারে বাড়ানো হচ্ছে। যা কার্যকর হচ্ছে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে।
বর্তমানে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় বর্তমানে ৩০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।
এবার রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মীদেরও ডিএ বাড়ানো হল।
ত্রিপুরা সরকারের তরফে জানানো হয়েছে এই ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বাড়তি ৫৫ লাখ টাকা ব্যয় হবে।
Web Desk - ANB