উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশ, ভূটান, জাপান, ইরান, দক্ষিণ আফ্রিকা, ভেনিজুয়েলা, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এই ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণ করেন।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের (Pandit Deen Ddayal Upadhyay) স্মৃতি দিবসে স্মৃতিস্তম্ভ ও ঐতিহ্য সংরক্ষণে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্হণ করেছে কেন্দ্রীয় সরকার। আয়োজন করা হয়েছিল একটি ভার্চুয়াল বৈঠকের। বিশ্বের প্রায় ২০টি দেশের বিশেষজ্ঞরা একটি ভার্চুয়াল সমাবেশে অংশ নেয়। ন্যাশানাল মনুমেন্টস অথরিটি (National Monument Authority) শুক্রবার জানিয়েছে ICCR (MEA) এর সহযোগিতায় ন্যাশানাল হেরিটেজ সংরক্ষণের জন্য 'মনুমেন্টের সংরক্ষণ ও তাজের গুরুত্ব' নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল।
উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশ, ভূটান, জাপান, ইরান, দক্ষিণ আফ্রিকা, ভেনিজুয়েলা, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এই ভার্চুয়াল সেমিনারে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতি দিবসে অর্থাৎ তাঁর মৃত্যু দিনে। এটি হল বিশ্বের প্রথম ওয়েবিনার যেখানে, জাতীয় স্মৃতি সৌধ ও ঐতিহ্যবাহী স্থান রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।
ওয়েবিনারের উদ্বোধনে বক্তা হিসেবে ছিলেন, সংস্কৃতি পর্যটন ও উত্তর-পূর্ব বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি। সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রান মেঘওয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন। ভূটানের বিশিষ্ট সংরক্ষণ স্থপতি পেমা, মিশরের মহম্মদ রাউফ বদরান, ইকুয়েটার ডক্টর মারিয়া, ইরানের মহম্মদ হেকমত এই অনুষ্ঠানের নিজেদের মতামত জানিয়েছেন। অনুষ্ঠানের উদ্যোক্তা জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষের চেয়ারম্যান তরুণ বিজয় বলেছেব এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেড়নায় অনুপ্রাণিত। এজাতীয় অনুষ্ঠানের কথা তিনি প্রথম ভেবেছিলেন বলেও জানিয়েছেন। এই ওয়েবিনারের আলোচনা ফেসবুক, টুইটার ও ইউটিউবে প্রচারিত হবে। যা নিয়ে দেশের তরুণ সমাজের আগ্রহ তৈরি হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই নিজেদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছিলেন। কিন্তু প্রযুক্তিগত কারণে আলোচনায় নিজের বক্তব্য রাখতে পারেননি, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য় বিভাগের অধ্যাপক আবু সাইদ আহমেদ। তাঁরে বিয়ন সহস্র বুদ্ধের ওপর আলোচনার জন্য আমন্ত্রণ জানান হয়েছিল। দুই তরফের প্রযুক্তিবিদরা প্রায় ১৫ মিনিট ধরে চেষ্টা করেছিলেন। কিন্তু যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠতে পারেননি। তবে পেমা ভারত ও ভূটানের ঐতিহ্য সংরক্ষণের ওপর আরও বেশি করে কাজ করা কথা বলেছেন।
বিভাজন আর লুঠ- এটাই কংগ্রেসের নীতি, উত্তরাখণ্ডে ভোট প্রচারে নরেন্দ্র মোদী
উন্নাওয়ার দলিত মহিলার হত্যা, ভোটের মুখে কাঁটা হয়ে দাঁড়িয়েছ অখিলেশ যাদবের
মার্কিন রাইফেল হাতে ভারতীয় সেনার ছবি ভাইরাল, জেনে নিন আসল গল্পটা