একসঙ্গে যমুনা আরতি ১,১২১ বেদাচার্যর, অযোধ্যায় দীপোৎসবে নতুন গিনেস রেকর্ড

যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর অযোধ্যায় দীপোৎসব উপলক্ষে প্রতি বছর বিশেষ আয়োজন করা হচ্ছে। এবারই প্রথম রামলালার উপস্থিতিতে পালিত হচ্ছে দীপাবলি।

বুধবার দীপোৎসব উপলক্ষে অযোধ্যায় অভিনব ঘটনা দেখা গেল। সরযূ নদীর তীরে একসঙ্গে আরতি করলেন ১,১২১ জন বেদাচার্য। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আরতি করেন। এ বছরের জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হয়েছে। তারপর এবারই প্রথম দীপোৎসব হল। এবার দীপোৎসব উপলক্ষে অযোধ্যায় গত কয়েক বছরের চেয়েও বেশি জাঁকজমক দেখা গেল। বুধবার ১,১২১ জন বেদাচার্য একই পোশাক পরে একসঙ্গে সরযূ নদীর তীরে আরতি করলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও আধ্যাত্মিক বিষয়ে জ্ঞানী। এই কারণে তিনিও সরযূ আরতিতে যোগ দিলেন। আধ্যাত্মিকতার পাশাপাশি অযোধ্যার জাঁকজমক, আলোর মালাও দর্শনার্থীদের নজর কেড়ে নিয়েছে। আরতি শুরু করার আগে প্রথমে মা সরযূর পুজো করেন যোগী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

অযোধ্যায় জোড়া গিনেস রেকর্ড

Latest Videos

বুধবার দীপোৎসব উপলক্ষে অযোধ্যায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জোড়া রেকর্ড হল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জোড়া রেকর্ডের কথা ঘোষণা করেন। প্রথম রেকর্ড হল, একসঙ্গে সবচেয়ে বেশি মানুষ পালা করে প্রদীপ জ্বালিয়েছেন। দ্বিতীয় রেকর্ড হল, এদিন অযোধ্যায় একসঙ্গে ২৫,১২,৫৮৫ প্রদীপ জ্বালানো হল। উত্তরপ্রদেশের পর্যটন দফতর, উত্তরপ্রদেশ সরকার এবং অযোধ্যা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জোড়া গিনেস রেকর্ড হল। দীপোৎসব উপলক্ষে সরযূ নদীর তীর আলোর মালায় সেজে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই অপূর্ব দৃশ্য ছড়িয়ে পড়েছে। আলোর উৎসব উপলক্ষে অযোধ্যা এখন আলোক নগরী হয়ে উঠেছে।

 

 

কাশী-মথুরাতেও দীপোৎসবের আশায় যোগী

যোগী বলেছেন, ‘৫০০ বছর পর প্রভু রাম এখন দীপাবলিতে অযোধ্যায় আছেন। এটা সবে শুরু। এভাবেই আমাদের যুক্তিনিষ্ঠ সমাধান করতে হবে। ২০৪৭ সালে যখন সারা দেশ স্বাধীনতার ১০০ বছর পালন করবে, তখন কাশী, মথুরাও যেন অযোধ্যার মতো উজ্জ্বল হয়ে ওঠে।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দীপাবলির প্রস্তুতি সারা, অযোধ্যার মতোই আলোর মালায় সেজে উঠেছে প্রয়াগরাজের সঙ্গম

‘এটাই আসল দীপাবলি’ রাম মন্দির উদ্বোধনে এসে বললেন অনুপম খের, ভাইরাল হল ভিডিও

Mahalakshmi year 2024: দীপাবলি থেকে শুরু হবে মহালক্ষ্মী বছর, ২০২৪ সালে বাম্পার আয় করবে এই ৫ রাশির মানুষ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
ভেজাল স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee