মাইক্রোওয়েব ওভেনের মধ্যে ২ মাসের শিশুর ঝলসানো দেহ, খুনের অভিযোগে কাঠগড়ায় সদ্যোজাতর মা

Published : Mar 22, 2022, 11:08 AM ISTUpdated : Mar 22, 2022, 12:06 PM IST
মাইক্রোওয়েব ওভেনের মধ্যে ২ মাসের শিশুর ঝলসানো দেহ, খুনের অভিযোগে কাঠগড়ায় সদ্যোজাতর মা

সংক্ষিপ্ত

দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বেনিতা মেরি জাইকার বলেন সোমবার বিকেল ৩টে ১৫ মিনিটে শিশুটির মর্মান্তিক মৃত্যুর খবর পান। তারপরই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। 

মাইক্রোওয়েভ ওভেনের (microwave oven) মধ্যে থেকে মাত্র দুই মাসের (2 Month) একটি শিশুর (Child) দেহ উদ্ধার হয়েছে দক্ষিণ দিল্লির (Delhi) চিরাগ এলাকায়। যা নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিশুটিকে মাইক্রোওভেনে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে মনে করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিহত ছোট্ট শিশুটির মা ও  পরিবারের সদস্যদের। 

দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বেনিতা মেরি জাইকার বলেন সোমবার বিকেল ৩টে ১৫ মিনিটে শিশুটির মর্মান্তিক মৃত্যুর খবর পান। তারপরই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশের প্রাথমিক অনুমান সদ্যোজাত শিশুটির নৃশংস হত্যায় মূল কালপ্রিট হচ্ছে শিশুটির মা। কারণ কন্যা সন্তান জন্ম দেওয়ার  জন্য তিনি অত্যান্ত বিরক্ত  হয়েছিলেন। যদিও সন্তানের নাম রেখেছিলেন অনন্যা। চলতি বছর জানুয়ারিতে জন্ম হয়েছিল অনন্যার। কন্যা সন্তান জন্ম নিয়ে স্বামীর সঙ্গেই অশান্তি শুরু হয়েছিল স্ত্রীর। স্থানীয় সূত্রের খবর একাধিকবার দাম্পত্যকহল এতটাই তীব্র হয়েছিল তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। যদিও দম্পতির এক চার বছরের ছেলেও রয়েছে। তারপরেও একটি মেয়ে সন্তান তারা মেনে নিতে পারেনি বলেও দাবি প্রতিবেশীদের। 

এক প্রতিবেশী জানিয়েছেন, তিনিই প্রথম শিশুটির মৃত্যুর খবর দিয়েছিলেন। তিনি বলেন, শিশুটির মা কৌশিক নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন। তাঁর শাশুড়ি ঘরের দজায় কড়া নাড়ছিলেন। কিন্তু মহিলা দরজা খোলেননি। প্রতিবেশী আরও জানিয়েছেন, তাঁরা কাচের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপরে তাঁরা দেখেন মহিলা তার চার বছরের ছেলের সঙ্গে ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। আর কন্যা সন্তান অনন্যা ছিল না ঘরে। 

তারপরই মহিলার শাশুড়ি ও প্রতিবেশীরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। অবশেষে দুতলার একটি ঘরে মাইক্রোওয়ের ওভেন থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। শিশুটির বাবা ডিপার্টমেন্টাল স্টোরে ছিলেন বলেও জানিয়েছেন। পুলিশ সূত্রের খবর পরিবারের প্রত্যেক সদস্যদের গতিবিধির ওপর নজর রাখছে তারা। প্রত্যেককেই আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের সময় প্রত্যেক সদস্যের অবস্থানও খতিয়ে দেখা হবে। পরিবারের সদস্যরা সত্যি কথা বলেছে কিনা সেদিকেও নজর দিচ্ছে পুলিশ। তবে বিষয়টি অত্যান্ত স্পর্শকারত বলেও পুলিশ সূত্রের খবর। পুলিশের প্রশ্ন একটি সদ্যোজাতকে মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে যে হত্যা করেছে তার মানসিক অবস্থা কেমন- তা নিয়েও সংশয় রয়েছে। 

মহিলাদের অস্বস্তি ঢেকে দিচ্ছে ফুল আর প্রজাপতি, যাদু তুলি হাতে নিয়েছেন ব্রাজিলের ট্যাটু শিল্পি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান 'নড়বড়ে', বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
প্রয়াত বিপিন রাওয়াতের সম্মান গ্রহণ করলেন তাঁর দুই মেয়ে, পদ্ম সম্মান অনুষ্ঠানে চাঁদের হাট রাষ্ট্রপতি ভবন

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি