প্রেমিকাকে গভীর আলিঙ্গনে বেঁধে ঠোঁটে চুমু, দিল্লি মেট্রোর যুগল প্রশ্ন তুলে দিলেন ভারতের ‘প্রকাশ্যে ভালোবাসা’ প্রদর্শনের আইন নিয়ে

কেউ বলছেন ‘লজ্জাজনক’, কেউ কেউ আবার বলছেন, ‘ভালোবাসা একটা দারুণ ব্যাপার!’ প্রেমিক-যুগলের মগ্ন থাকার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়ে যেতেই মতান্তরে বিভিক্ত হয়ে গেছে নেট দুনিয়া। 

PDA, অর্থাৎ, Public Distribution of Affection, যার অর্থ হল, প্রকাশ্যে ভালোবাসার প্রদর্শন। ভারতে কোনও মানুষ অপর কোনও মানুষের সঙ্গে প্রকাশ্যে ততটাই শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে পারবেন, যতখানি ঘনিষ্ঠ হলে তা আশেপাশের মানুষদের বিরক্তির কারণ হয় না। তাহলে, আশেপাশে থাকা মানুষগুলোর বিরক্তির মাত্রা সেট হবে কীভাবে? কারণ, একেকজন মানুষের অভিমত এক এক রকম। সম্প্রতি দিল্লি মেট্রোর ঘটনা প্রশ্ন তুলে দিল ভারতের সেই PDA আইন নিয়ে।

দিল্লির মেট্রো বহু আজব ঘটনার সম্মিলিত দুনিয়া। এখানে যেমন বাজনা বাজিয়ে গান গেয়ে মেতে ওঠে দেশের নবপ্রজন্ম, তেমনই হঠাৎ বিকিনি পরে শরীরী ভাঁজ উন্মুক্ত করে দেন অষ্টাদশী সুন্দরী তরুণী। সেই রকমারি দুনিয়ার অন্দরেই এবার ঘটে গেল ভালোবাসার বিপ্লব। প্রেমিকাকে বাহুবন্ধনে জড়িয়ে গভীর ভালোবাসায় ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলেন এক প্রেমিক। প্রেমিকাও স্ব-সম্মতিতে জড়িয়ে ধরলেন তাঁর প্রেমিককে। ভালোবাসার সেই ভিডিওটি বেশ পুরনো হলেও হঠাৎ করে ঝড়ের বেগে শেয়ার হয়ে গেছে নেট মাধ্যমে। তারপরেই সেই পুরনো ভিডিও ঘিরে মতান্তরে বিভিক্ত হয়ে গেল সমগ্র নেট দুনিয়া। কেউ বলছেন, ‘ছিঃ ছিঃ! এ কি কাণ্ড! মেট্রোর মধ্যে কীভাবে চুমু খাচ্ছে এরা?’ আবার কেউ বলছেন, ‘আরিব্বাস! ভালোবাসা তো দারুণ ব্যাপার!’

Latest Videos

এরই মধ্যে কয়েকজন নেটিজেন লিখেছেন, ‘রিল্যাক্স বন্ধুরা! এটা শুধুমাত্র PDA’, অর্থাৎ, প্রকাশ্যে ভালোবাসার প্রদর্শন। একজন প্রবাসী ভারতীয় লিখেছেন, ‘সম্প্রতি দিল্লি মেট্রোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এক প্রেমিক যুগল একে অপরকে চুমু খাচ্ছে। এটা দেখে আমার মনে পড়ে গেল, আমি যখন প্রথম ইউরোপে আসি, তখন আমি এখানে প্রথম দেখেছিলাম যে, কীভাবে মানুষ একে অপরের উদ্দেশ্যে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করছে। এটা খুব আনন্দের বিষয়। আমি এই ঘটনাগুলোর সাক্ষী থাকতে পেরে খুব আনন্দিত হয়েছিলাম।’
 

 

আরও পড়ুন-
Weather Today: জেলায় জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, বৈশাখের আগেই চরম দাবদাহে পুড়বে পশ্চিমবঙ্গ
শুক্রবারের পর শনিবার আরও কমে গেল সোনার দাম, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের কমতির দিকে হলুদ ধাতুর দর
Petrol Price: এপ্রিল মাসের শুরুতে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন শনিবারের পেট্রোল-দর

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari