সংক্ষিপ্ত
কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।
কলকাতায় কত সোনার দাম?
৮ এপ্রিল শনিবার ২২ ক্যারটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫,৫৮০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৮০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৬৪০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ পড়তির দিকে। শনিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৮,০০০ টাকা।
একনজরে ২২ ক্যারট সোনার দাম
১ গ্রাম - ৫,৫৮০ টাকা
৮ গ্রাম - ৪৪,৬৪০ টাকা
১০ গ্রাম - ৫৫,৮০০ টাকা
১০০ গ্রাম - ৫,৫৮,০০০ টাকা
অন্যদিকে শনিবারে দাম কমল ২৪ ক্যারট সোনারও। ৮ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৮৭ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৬৯৬ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬,০৮৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শনিবার কমে হয়েছে ৬,০৮,৭০০ টাকা।
একনজরে ২৪ ক্যারট সোনার দাম
১ গ্রাম - ৬,০৮৭ টাকা
৮ গ্রাম - ৪৮,৬৯৬ টাকা
১০ গ্রাম - ৬,০৮৭০ টাকা
১০০ গ্রাম - ৬,০৮,৭০০ টাকা
হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দাম কমতির দিকে থাকলেও রুপোর দাম রয়েছে উঠতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শনিবার বিকোচ্ছে কত দামে।
কলকাতায় আজ রুপোর দাম
১ গ্রাম - ৭৬.৬০ টাকা
৮ গ্রাম - ৬১২.৮০ টাকা
১০ গ্রাম - ৭৬৬.০০ টাকা
১০০ গ্রাম - ৭,৬৬০ টাকা
আরও পড়ুন - Petrol Price: এপ্রিল মাসের শুরুতে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন শনিবারের পেট্রোল-দর
অনলাইনে কুন্তল ঘোষের সাংঘাতিক কুকীর্তি! রহস্য ফাঁস করতে এবার Google-কেও চিঠি দিল CBI