ফ্রিজে রাখা প্রেমিকার দেহ, সেজেগুজে গিয়ে মা-বাবার পছন্দের পাত্রীকে বিয়ে করে ফেললেন দিল্লির যুবক

অন্য তরুণীকে বিয়ের করার জন্য কয়েক ঘণ্টা আগেই গাড়ির মধ্যে রাখা মোটা তার গলায় পেঁচিয়ে ধরে দীর্ঘদিনের প্রেমিকাকে খুন করে দেন দিল্লির ওই যুবক। 

দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। ২০২২-এর শুরুর দিকে শ্রদ্ধার সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালা তাকে খুন করে নৃশংস কাণ্ড ঘটালেও সেই ঘটনা প্রকাশ্যে আসে ২০২২-এর নভেম্বরে। প্রেমিকাকে খুন করে মৃতদেহ কেটে সেই দেহাবশেষ ফ্রিজে ভরে রাখা, এবং ১৮দিন ধরে সেগুলি নিয়ে দিল্লির বিভিন্ন প্রান্তে ফেলে আসা, এই ঘটনা জানাজানি হতেই যেমন শিহরণ জেগেছিল, তেমনই ছড়িয়ে পড়েছিল রোষের আগুন। কিন্তু, এই ঘটনার ৬ মাসও গেল না, ফের একই ধরনের ঘটনা ঘটল দিল্লিতে। প্রেমিকাকে খুন, তারপর তার দেহ ফ্রিজে ভরে রাখা, নৃশংস অপরাধের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে।

দিল্লির নজফগড়ের মিত্রাও গ্রামের বাইরে অবস্থিত একটি ধাবার ফ্রিজ থেকে যুবতীর দেহ উদ্ধার করা হয়। সেই ঘটনার তদন্তে নামতেই আরও এক চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ। জানা যায়, ওই প্রাক্তন লিভ ইন সঙ্গিনীকে খুন করে ফেলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অন্য আরেক যুবতীকে বিয়ে করে অভিযুক্ত যুবক।

Latest Videos

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সাহিল গেহলট, বয়স ২৪ বছর। দিল্লিতে নিকি যাদব নামের এক তরুণীর সঙ্গে একসাথে বসবাস করতেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি রাতে সাহিল তার সঙ্গিনী নিকি যাদবকে গলা টিপে খুন করে। এরপরে ওই তরুণীর দেহ ধাবার ফ্রিজের মধ্যে ভরে রাখে। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই সে অন্য আরেক যুবতীকে বিয়ে করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাহিলের সঙ্গে ২০১৮ সালে নিকির পরিচয় হয়। দিল্লির উত্তম নগর এলাকার একটি কোচিং সেন্টারে তাদের আলাপ হয়েছিল। কিছুদিন বন্ধুত্ব চলার পরেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একসঙ্গে থাকা শুরু করে।


 

অভিযুক্ত সাহিলের দাবি, তাঁর পরিবারের তরফে নিকির বদলে অন্য এক যুবতীকে বিয়ে করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। শেষে ২০২২ সালের ডিসেম্বরে এনগেজমেন্ট ও বিয়ের তারিখ ধার্য হয়। চলতি বছরের ৯ ও ১০ ফেব্রুয়ারি দুটি অনুষ্ঠান ছিল। এদিকে, সাহিল নিজের বিয়ে সম্পর্কে কোনও কথাই নিকিকে জানায়নি। কিন্তু, নিকি তার এক বন্ধুর কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারে এবং এই নিয়ে এই যুগলের মধ্যে অশান্তি শুরু হয়। ৯ ফেব্রুয়ারির রাতে সাহিল নিজের গাড়ির মধ্যে রাখা ডেটা কেবল নিকির গলায় পেঁচিয়ে তাকে খুন করে দেয়। এরপরে তার মৃতদেহ নিয়ে নজফগড়ের ওই ধাবায় যায় এবং সেখানের ফ্রিজে লুকিয়ে রেখে আসে। বাড়ি ফিরে পরিকল্পনা মাফিকই অন্য এক যুবতীকে বিয়ে করে সে।

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এক মহিলাকে খুন ও তাঁর দেহ ফ্রিজে ঢুকিয়ে রাখার অভিযোগ আসে। পুলিশ গিয়ে দেহ উদ্ধারের পরই অভিযুক্ত সাহিলকে গ্রেফতার করে। জানা গিয়েছে, নজফগড়ের মিত্রাও গ্রামেরই বাসিন্দা অভিযুক্ত। অন্যদিকে, নিকি যাদব নামের ওই তরুণী হরিয়ানার ঝাজ্জরের বাসিন্দা।

আরও পড়ুন-
‘তোমার হাসিতে ডুবে যেতে দাও’, ভালোবাসা দিবসে বাহুডোরে বাঁধা শোভন-বৈশাখী, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল আলিঙ্গনের ছবিতে

২ ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রার, যাওয়ার আগে এক ধাক্কায় ঠাণ্ডা বাড়াচ্ছে শীত

পেট্রোল-ডিজেলের দামে ওঠাপড়া, নাকি মূল্যবৃদ্ধির বাজারেও তেলের দরে লাগাম? দেখে নিন আজকের রেট

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন