১৫ দিন ধরে প্রেমিকাকে হত্যা করার পরিকল্পনা করেছিল সাহিল? দিল্লি খুনে চাঞ্চল্যকর হত্য পুলিশের হাতে

দিল্লি পুলিশ সূত্রের খবর তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য সাহিল বারবার তথ্য বিকৃত করছে। একাধিকবার তথ্য পরিবর্তনও করেছেন।

 

Web Desk - ANB | Published : May 30, 2023 10:37 AM IST

যতই সময় যাচ্ছে ততই ভয়ঙ্কর তথ্য সামনে আসছে দিল্লির শাহবাদ ডেইরি হত্যাকাণ্ডের। দিল্লি পুলিশের অনুমান দীর্ঘ পরিকল্পনা করেই ১৬ বছরের নাবালিকা প্রেমিকাকে হত্যা করেছিল তাঁর প্রেমিক। পুলিশ সূত্রের দাবি যে, ছুরিটি খুনের জন্য ব্যবহার করেছিল সেটি দিন ১৫ আগেই কিনেছিল সাহিল। মঙ্গল দিল্লি পুলিশের এক অফিসার জানিয়েছেন, সাহুল ১৬ বছরের প্রেমিকাকে ২০ বারেরও বেশি ছুরি দিয়ে আঘাত করেছিল। প্রতিহিংসা এতটাই বেশি ছিল যে সে ছুরি দিয়ে আঘাত করার পর সিমেন্টের স্ল্যাব দিয়ে একাধিকবার আঘাত করেছে নাবালিকার মাথায়। মাথা পুরোপুরি থেতলে দিয়েছিল। দেহে ৩৪টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছ।

দিল্লি পুলিশ সূত্রের খবর তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য সাহিল বারবার তথ্য বিকৃত করছে। একাধিকবার তথ্য পরিবর্তনও করেছেন। তবে দিল্লি পুলিশ এখন খুঁজে বার করার চেষ্টা করছে কেন সাহিল দিন ১৫ আগে ছুরিটি কিনেছিল। প্রেমিকাকে হত্যা করার জন্য সাহিলের এই ষড়যন্ত্রে আর কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের মতে, যেহেতু ঘটনার কয়েক দিন আগেই সাহিল ছুরি কিনেছিল তাই ধরে নেওয়া যেতেই পারে পরিকল্পনা করেই ঠান্ডা মাথাতেই খুন করেছে। কিন্তু সাহিল বারবার জেরায় জানিয়েছে, প্রেমিকাকে খুনের ইচ্ছে তার ছিল না। কিন্তু তাঁর প্রেমিকা তারে বারবার প্রত্যাখান করায় সে মেজাজ হারিয়ে খুন করেছিল। সাহিলের বয়ানের সঙ্গে পারিপার্সিক বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

সাহিলকে আদালতে পেশ করা হলে তাকে দুই দিনের পুলিশ হেফাদতের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেতে পুলিশের ২৫ মিনিট দেরী হয়েছিল। কোনও পিসিআর কল পায়নি পুলিশ। তবে একজন ইনফরমারের দেওয়া খবরের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আরও জানিয়েছে, তারা ৯.৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়েছিল।

নিহত তরুণী শাহবাদ ডেয়ারির জেজে কলোনীর বাসিন্দা। রাস্তাতেই পড়েছিল তাঁর নিথর দেহ। এক পুলিশ কর্তা জানিয়েছে রবিবার রাতে কিশোরী বাড়ি ফেরার সময়ই অভিযুক্ত তার ওপর চড়াও হয় । প্রথমে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করে। পুলিশ জানিয়েছে, সাহিল ও নিহতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয় সূত্রে তারা জানতে পারেছে শনিবার রাতের দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। রবিবার কিশোরী তার বন্ধুর ছেলের জন্মদিনের পার্টিতে যোগ দিতে যেতে চেয়েছিল। কিন্তু তাতে সাহিল বাধা দেয়। তাতেই দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়। যাইহোক নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শাহবাদ ডেয়ারি থানা ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করেছে।

তবে দিল্লিরে রাস্তার ওপর এই নৃশংস খুনের ঘটনাকে কেন্দ্র করে আম পার্টির অভিযোগ দিল্লিতে নাবালিকাকে রাস্তায় নৃশংসভাবে খুন করা হয়েছে, অপরাধীদের মনে কোনও ভয় নেই। রাজ্যের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। দিল্লির মহিলা চেয়ারপার্সেন স্বাতী মালিওয়াল পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন জাতীয় রাজধানীতে কেউ আর পুলিশকে ভয় পায় না। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। যদিও দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র বলেছেন এই হত্যাকাণ্ড নির্মম। দিল্লির শ্রদ্ধা ওয়াকার এখনও বিচার পায়নি। তারই মধ্যে আরও শ্রদ্ধা নৃশংসতার শিকার হচ্ছে।

Share this article
click me!