Crime News: ফ্রিজের মধ্যে তরুণীর ৩০ টুকরো কাটা দেহ, দিল্লির শ্রদ্ধাকাণ্ডের স্মৃতি ফেরাল বেঙ্গালুরু

Published : Sep 21, 2024, 07:21 PM IST
shraddha-warrior-like-case-in-bengaluru

সংক্ষিপ্ত

বেঙ্গালুরুর মল্লেশ্বরের ভাইয়ালিকাভাল এলাকায় একটি এক কামরার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর টুকরো টুকরো দেহ। 

বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণীর ৩০ টুকরো দেহ। তরুণীকে হত্যা করে দেহ ৩০টুকরো করে ঢোকান ছিল ফ্রিজের মধ্যে। যা মনে করিয়ে দিচ্ছে বছর কয়েক আগে দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের কথায বেঙ্গালুরুর মল্লেশ্বরমে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে।

বেঙ্গালুরুর মল্লেশ্বরের ভাইয়ালিকাভাল এলাকায় একটি এক কামরার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর টুকরো টুকরো দেহ। পুলিশ খবর পেয়ে যায় ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করে নিহত তরুণীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ১০-১৫ দিন আগে তরুণীকে হত্যা করা হয়েছে। তারপর দেহ কেটে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছেন ত্রিকোন প্রেমের কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে তিন তলা একটি বাড়ির এক তলার একটি ঘর ভাড়া নিয়ে থাকত তরুণী। তরুণীর নাম মহালক্ষ্মী। নিহতের এক মেয়ে রয়েছে। তবে নিহত স্বামীর সঙ্গে থাকত না। একা একাই থাকত। ফ্ল্যাটের মধ্যে একটি ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজের মধ্যে রাখা ছিল টুকরো টুকরো দেহ। নিহত তরুণীর পরিবারের সদস্যদেরও ঘটনা জানান হয়েছে।

প্রতিবেশীরা জনিয়েছে, কয়েক দিন ধরেই দরজা বন্ধ রয়েছে। কিন্তু দুই দিন ধরে ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সেই কারণে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়েছিল। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড করে। প্রতিবেশীরা খবর দেওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

AI ঝড়ের দাপটে ৩০ লক্ষ চাকরি ঝুঁকিতে: NFER-এর রিপোর্টে ভয়ের আশঙ্কা
আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত