বেসবলের দেশ থেকে এসে মোতেরায় ছক্কা হাকালেন ট্রাম্প, নিলেন সচিন-বিরাটের নাম

Published : Feb 24, 2020, 04:51 PM ISTUpdated : Feb 24, 2020, 04:57 PM IST
বেসবলের দেশ থেকে এসে মোতেরায় ছক্কা হাকালেন ট্রাম্প, নিলেন সচিন-বিরাটের নাম

সংক্ষিপ্ত

মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করলেন ট্রাম্প পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়াম দেখে উচ্ছসিত মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের গলায় শোনা গেল সচিন ও বিরাটের নামও

ভাল বক্তা হিসেব নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তাঁর বন্ধুটিও যে কম জান না, মোতেরা স্টেডিয়ামে 'নমন্তে ট্রাম্পের' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারণ প্রমাণ দিলেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীর প্রশংসা থেকে ভারতের সংস্কৃতি সবকিছুই উঠে এসেছে ট্রাম্পের গলায়। এমনকি বাদ যায়নি বলিউডও। আর সবাইকে অবকা করে দিয়ে সচিন- বিরাট কোহলির নামও শোনা গেছে  ট্রাম্পের গলায়।

আরও পড়ুন: পরিবারতন্ত্রের প্রশংসায় মোদী, গাইলেন মেলানিয়া থেকে ইভাঙ্কার গুণগান

আরও পড়ুন: চা-ওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী, 'বন্ধু' মোদীর জন্য গর্বিত প্রেসিডেন্ট ট্রাম্প

আরও পড়ুন: বন্ধুকে দেওয়া কথা রাখতে পেরে স্বস্তিতে মোদী, মোতেরার ভিড় দেখে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট

আমেরিকায় ক্রিকেট কোনওকালেই জনপ্রিয় ছিল না। ক্রিকেটের বদলে বেসবল খেলতে পছন্দ করেন সেদেশের মানুষ। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ভালমতই হোমওয়ার্ক সেরে এসেছিলেন ট্রাম্প। সোয়া লক্ষ জনতার মাঝে তাই সচিন - বিরাটের নাম নিতে ভুললেন না ট্রাম্প।

 

 

ট্রাম্পের গলায় দুই তারকা ভারতীয় ক্রিকেটারের নাম শুনে তখন উল্লাসে গর্জে উঠেছে মোতেরা। শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্পের মুখে সচিন ও বিরাটেপ নাম শুনে হাসিতে ভরে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখও। 
 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: বড় খবর! ১ জানুয়ারি থেকে বাড়ছে না কেন্দ্রীয় কর্মীদের বেতন? কতদিন পিছিয়ে গেল দিন
জেনে নিন আজ শহরে ডিজেল ও পেট্রোলের দাম কত