DA Hke: রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর! বেতন বৃদ্ধির সঙ্গে মিলবে পদোন্নতি, এপ্রিল থেকেই মিলবে আরও সুবিধা

Published : Apr 05, 2025, 11:16 AM IST

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি ও পদোন্নতির ঘোষণা করা হয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে চলেছে, যার ফলে কর্মীরা উপকৃত হবেন। তবে এই সুবিধা মধ্যপ্রদেশ সরকারের কর্মীদের জন্য প্রযোজ্য।

PREV
19

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। অবশেষে দীর্ঘ দিনের অপেক্ষার অবসান হতে চলেছে। 

29

জোড়া সুখবর মিলতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। এবার কর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে হবে পদোন্নতিও।

39

জানা গেছে যে এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই কার্যকর হতে চলেছে সপ্তম বেতন কমিশন। যার ফলে উপকৃত হবে কয়েক লক্ষ কর্মচারী।

49

একইভাবে, এই মাস থেকে কর্মীদের জন্য পেট্রোল এবং বাড়ির ভাড়ার জন্য অতিরিক্ত অর্থ পাওয়া যাবে।

59

মুখ্যমন্ত্রী নিজেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই সুবিধার ঘোষণা করেছেন। কর্মীদের জন্য তিনি বিরাট সুবিধা প্রদান করেছেন, যার জেরে বেজায় খুশি রাজ্য সরকারি কর্মীরা।

69

ঘোষণা অনুসারে বেতন বৃদ্ধি থেকে পদোন্নতি পর্যন্ত সবকিছুই এই মাস থেকেই মিলবে কর্মচারীদের। কোনও অপেক্ষা করতে হবে না।

79

তবে এই সুবিধা বাংলার জন্য নয় মধ্যপ্রদেশ সরকার তার কর্মীদের জন্য এই বিস্তর সুবিধার ঘোষণা করেছেন। যার জেরে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীরা খুশির জোয়ারে ভাসছেন।

89

আর এদিকে বাংলার কর্মীরা এখনও ষষ্ঠ বেতনের আওতায় ১৮ শতাংশ ডিএ নিয়ে অসন্তোষে আছেন। সুপ্রিম কোর্টে চলছে মামলাও

99

ফলে বাকি রাজ্যগুলির মতো  বাংলার কর্মীরাও কবে সুখের মুখ দেখবে তার প্রত্যাশায় দিন গুণছে, রাজ্য সরকারি কর্মীরা।

click me!

Recommended Stories