Bollywood- 'বলিউডকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার লক্ষ্যে নেমেছে বিজেপি' বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

Published : Oct 29, 2021, 02:46 PM ISTUpdated : Oct 29, 2021, 06:09 PM IST
Bollywood- 'বলিউডকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার লক্ষ্যে নেমেছে বিজেপি' বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

সংক্ষিপ্ত

ফের বিস্ফোরক মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের। এবার মাদক কান্ডে সোজা বিজেপিকে তোপ দাগলেন মন্ত্রী। বিজেপির সাজানো গুটিতেই আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।   

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে মাদক কান্ডের  বীজ মাথা চাড়া দিয়েছে বি- টাউনে। সেইসময় প্রয়াত অভিনেতা সুশান্তসহ তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)  বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ ওঠে। এরপর সেই তদন্তের জল গড়ায় গোটা বলিউড (Bollywood) মহলে। একের পর এক বলিউড তারকাকে সমন পাঠায় এনসিবি। সেই তালিকায় যেমন ছিলেন করণ জোহরের (Karan Johar)  মতো পরিচালক তেমনই ছিলেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), সারা আলি খান (Sara Ali Khan), দীপিকা পাডুকোনের (Deepika Padukone) মতো অভিনেত্রীরা। বছর ঘুরে সেই মাদক কান্ডই গ্রাস করলো বলিউডকে অভিনেতা শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতারির পর। এবার এই বিষয় নিয়ে বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিকের (Nawab Malik)। পুরো ঘটনাটাকেই  চক্রান্তের আখ্যা দিয়েছেন তিনি।

আরও পড়ুন- Aryan Khan Bail: 'ভুল না থাকলেও ক্ষমা চাইতেই হবে শাহরুখকে' ভাইরাল অমিতাভ বচ্চনের সাথে পুরোনো কথোপকথনের ভিডিও 

একটানা ২২ দিন আর্থার রোড জেলে কাটানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর করে মুম্বই হাইকোর্ট (Mumbai High Court)। এরপরই  আরিয়ানের (Aryan Khan) গ্রেফতারি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন এনসিপি নেতা নবাব মালিক (Nawab Malik)। তিনি বলেন 'মুম্বইয়ের এই মাদক মামলার সঙ্গে যোগ রয়েছে বিজেপির (BJP)! তাঁর কথায়, ”মুম্বই ক্রুজ ড্রাগস মামলা আর কিছুই নয়। মহারাষ্ট্র থেকে বলিউডকে সরিয়ে আনার কৌশল। বলিউডকে (Bollywood) বদনাম করতেই বিজেপি এই ষড়যন্ত্র করেছে।'

আরও পড়ুন- Aryan Khan Gets Bail- দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জামিন মিললো আরিয়ানের দিওয়ালিতে খুশির রোশনাই মন্নতে

এক সাংবাদিক বৈঠকে হাজির হয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগিয়ে তিনি দাবি করেন যে 'উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) স্বপ্নের ফিল্ম সিটির পরিকল্পনার কথা। নয়ডায় ঐ ফিল্ম সিটি (Film City) গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই মুম্বইয়ের ফিল্ম জগতের শীর্ষস্থানীয় কলাকুশলীদের সঙ্গে বৈঠক সেরেছেন যোগী আদিত্যনাথ এমনটাই দাবি তুলেছেন তিনি। সেইসঙ্গে সমীর ওয়াংখেড়ের (Sameer Wangkhede) প্রসঙ্গ টেনে তিনি বলেন 'এটা কোনো ব্যক্তিগত লড়াই নয়। আমি যা বলেছি যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই বলেছি। সমীর ওয়াংখেড়েই বরং আমার কণ্ঠস্বরকে চেপে দেওয়ার চেষ্টা করছেন। ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।'

আরও পড়ুন- Aryan Khan Case- মুসলিম হয়ে হিন্দু ধর্মের শংসাপত্র দিয়ে চাকরি নিয়েছেন' নবাব মালিকের নিশানায় ফের সমীর ওয়াংখেড়ে

প্রসঙ্গত, ২রা অক্টোবর মুম্বইয়ের এক বিলাসবহুল জাহাজের ক্রুস পার্টি থেকে শাহরুখ পুত্রসহ তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় এনসিবি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেপ্তার করা হয় শাহরুখপুত্রকে। এরপর দীর্ঘ প্রচেষ্টার পরও মেলে নি আরিয়ানের (Aryan Khan) জামিন।  অবশেষে ২৮শে অক্টোবর সন্ধ্যায় মুম্বই হাইকোর্ট (Mumbai High Court) থেকে মঞ্জুর হয় শাহরুখ পুত্রের জামিন। এর মাঝে নবাব মালিকের মন্তব্য ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। মাদক কান্ড ঘিরে সোজাসুজি বিজেপিকে (BJP) নিশানা করেছেন তিনি। 

 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo