আন্তর্জাতিক বাঘ দিবসে ভাইরাল দক্ষিণরায়ের ভিডিও
শিকার হিসেবে একটি হাঁস পালিয়ে বাঁচে বাঘের পাতা ফাঁদ থেকে
পুরোন হয়েও আবারও সেই ভিডিও মন কেড়ে নেয় নেটিজেনদের
একটি হাঁস আর একটি বাঘই মন কড়েনিল নেটিজেনদের। যেখানে অবশ্যই জয়ী হয়েছে হাঁসটি। একটু বুদ্ধি করে রীতিমত ধুলো দিয়েছে ভারতের জাতীয় পশুর চোখে। খাবার হতে হতেও প্রাণ বাঁচাতে সক্ষম হয় হাঁসটি।
মাত্র ৯ সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি বাঘ আর একটি হাঁস খুবই কাছাকাছি অবস্থান করছে। বাঘটি শীকার হিসেবেই টার্গেট করেছে হাঁসটিকে। কিন্তু হাঁসটি রীতিমত বুদ্ধি খাটিয়ে বেরিয়ে এসেছে হাত থেকে। একবার নয় দুবার হাঁসটি বাঘের পাতা ফাঁদ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আর আন্তর্জাতিক বাঘ দিবসে এই ভিডিও আরাও ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
২০১৮ সালে এই ভিডিওটি প্রথম ভাইরাল হয় জনপ্রিয় ট্যুইটার অ্যাকাউন্ট বুয়েটেঞ্জিবিডেন থেকে। ছোট্ট এই ভিডিওটি রীতিমত সাড়া জাগিয়েছিল নেটিজেনদের মনে। আর যেখানে দেখা গেছে সুদক্ষ শীকারি হিসেবে পরিচিত হয়েও বাঘটি একটি ক্ষুদ্র হাঁসের সঙ্গে পেরে ওঠেনি।
করোনা নিয়ে 'ভুল' তথ্যে ভরা ভিডিও পোস্ট করলেন সিনিয়র আর জুনিয়র ট্রাম্প, কী রয়েছে সেই বার্তায় ...
এই ভিডিওটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই নেটিজেনদের মন কেড়েনিয়েছেন। শেয়ার, লাইকের পাশাপাশি অনেকেই অনেক মন্তব্য করেছেন ভিডিওটি নিয়ে।
পাইলট জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্পিকারকে, রাজ্যপাল আবারও হতাশ করলেন মুখ্যমন্ত্রীকে ...
বিশ্বজুড়ে ২৯ জুলাই দিনটি বাঘ দিবস হিসেবে পালন করা হয়। বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
২৯ সেকেন্ডের হাতির ক্লিপ ভাইরাল নেট দুনিয়ায়, কী আছে যা মন কেড়েছে নেটিজেনদের ...