মেটানো হবে বকেয়া ডিএ-র টাকা, সরকারি কর্মীদের ৩ শতাংশ DA বৃদ্ধি রাজ্যের! কালীপুজোর আগেই দুর্দান্ত ঘোষণা
কেন্দ্রের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে উপকৃত হয়েছেন কয়েক লক্ষ সরকারি কর্মচারি। এতদিন তাদের ডিএ-র পরিমাণ ছিল ৫০ শতাংশ। এবার আরও তিন শতাংশ বাড়ায় ডিএ পৌঁছেছে ৫৩ শতাংশে। যা নিয়ে যথেষ্টই খুশি তারা। এবার সেই পথে হেঁটেই দারুণ খবর দিল রাজ্য সরকার।
কেন্দ্র সরকারের পর এবার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দিওয়ালির আগেই মিলল সুখবর।
এই আবহেই কেন্দ্রের পথে হেঁটে তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার (State Government)।
কালীপুজোর ঠিক আগেই ডিএ (DA) বৃদ্ধি করল রাজ্য। পাশাপাশি বকেয়া ডিএয়ের (এরিয়ার) টাকাও মিটিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
তবে বলা হয়েছে এরিয়ারের টাকা চারটি কিস্তিতে পাবেন পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা।
আসলে উৎসবের আবহেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য সরকার।
রবিবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। তিনি বলেন, ‘যেমন কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির যে ঘোষণা করেছে, সেটার পথে হেঁটেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, ডিআর তিন শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, এতদিন অসমের রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। অর্থাৎ কেন্দ্রের সমান।
এবারে ৩ শতাংশ ভাতা বাড়িয়ে তার পরিমাণ ৫৩ শতাংশ করা হল। যা ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হবে।
অক্টোবরের বেতন বা পেনশনের সঙ্গেই বর্ধিত হারে ডিএ বা ডিআর প্রদান করা হবে বলে জানানো হয়েছে। যে টাকা সরাসরি সরকারি কর্মীদের অ্য়াকাউন্টে ঢুকবে।
এদিকে ‘এরিয়ার’-ও প্রদান করার কথা জানানো হয়েছে। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের ডিএ এবং ডিআর চারটি কিস্তিতে প্রদান করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ডিসেম্বর মাস থেকে এরিয়ার দেওয়া হবে। আগামী বছর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বকেয়া মহার্ঘ ভাতার টাকা দেওয়া হবে।