India On USA Tariff: ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই কর নীতিতে তুঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক তরজা। কোন খাতে বইবে ভারত-আমেরিকার সম্পর্ক? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…
বুধবার রাতেই ভারতের উপর ২৫ শতাংশ হারে শুল্ক কর আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সঙ্গে বাণিজ্য নীতি নিয়ে আলাপ আলোচনা করেও যে কোনও কাজের কাজ হয়নি তা ট্রাম্পের কর নীতি ঘোষণার পর থেকেই স্পষ্ট। যদিও ভারতের দাবি, আমেরিকার এই অত্যাধিক হারে শুল্ক আদায় মারাত্মক কোনও প্রভাব পড়বে না ভারতীয় বাণিজ্যে।
25
কোন পথে ভারত-মার্কিন সম্পর্ক?
রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর যে আমেরিকা অসন্তুষ্ট, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তাতেও পুতিনের দেশ থেকে সস্তায় তেল কেনা বন্ধ করেনি ভারত। আর তাতেই বেজায় চটেছেন ট্রাম্প। এই বিষয়ে কেন্দ্র সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ঘোষণায় ভারতীয় অর্থনীতিতে এর তেমন কোনও প্রভাব পড়বে না। সরকারের নজরে সমস্ত বিষয়টা রয়েছে।
35
জাতীয় স্বার্থে অগ্রাধিকার
ভারতীয় ওই শীর্ষ কর্তা আরও জানিয়েছেন যে, মার্কিন শুল্ক ঘোষণার খবরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার নিবিড় ভাবে সমস্ত দিকটা পর্যবেক্ষণ করছে। তিনি আরও জানান, ২৫% শুল্কের সামান্য প্রভাব থাকতে পারে। তবে ভারতীয় বাজারের উপর এই প্রভাব মোটেও উদ্বেগজনক নয়। শুধু তাই নয়, তিনি বলেন, ‘’সবচেয়ে খারাপ পরিস্থিতিতে জিডিপি ০.২% এরও কম ক্ষতি হতে পারে।''
এই বিষয়ে তিনি আরও জানান যে, রফতানি এবং জিডিপির উপর এর প্রভাব ন্যূনতম হবে। এবং ভারতের গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেমন কৃষি, দুগ্ধ এবং ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সুরক্ষিত থাকবে। এছাড়াও সরকার ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে আতঙ্কের কোনও কারণ দেখছে না। ফলে জনগণকে অযথা উৎকন্ঠা প্রকাশ করতে মানা করা হয়েছে।
55
কৃষকদের স্বার্থে অগ্রাধিকার কেন্দ্রের
মার্কিন শুল্ক ঘোষণায় ভারত যে এতটুকুও বিচলিত নয়, তা আরও একবার স্পষ্ট করলেন ওই সরকারি কর্তা। তিনি জানিয়েছেন যে, কৃষকদের স্বার্থে আঘাত হানবে এমন কোনও জিনিস আমদানি করবে না ভারত। এছাড়াও কৃষি বা দুগ্ধ খাতের ক্ষতি করে এমন কোনও শর্তে ভারত রাজি হবে না বলেও জানিয়েছেন তিনি।