- Home
- West Bengal
- West Bengal News
- অতিভারী বৃষ্টিতে জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অংশ, পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
অতিভারী বৃষ্টিতে জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অংশ, পরিস্থিতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee News: একটানা অতিভারী বৃষ্টির জেরে ঘাটালে বন্যা পরিস্থিতি। এবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে যাবেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

পশ্চিম মেদিনীপুর সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
গত কয়েক দিন ধরে একটানা অতিভারী বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকায় একেবারে বন্যা পরিস্থিতি। জল ঢুকে পরিস্থিতি এমনই যে রাস্তাঘাট জলের তলায়। নষ্ট হয়ে গিয়েছে রাস্তা। বাড়ির ভিতরেও জল ঢুকে একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় বন্যা কবলিত এলাকার পরিস্তিতি পরিদর্শনে যাবেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘাটালের বন্যা পরিস্থিতি সরজমিনে দেখবেন মুখ্যমন্ত্রী
নবানন্ন সূত্রে খবর, ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহেই পশ্চিম মেদিনীপুর সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সূত্রে খবর, আগামী ৫ অগাস্ট ঘাটাল সফরে যেতে পারেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি।
যেতে পারেন আরামবাগ-হুগলীতেও
সরকারি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফরে রয়েছে আরামবাগ-হুগলী জেলাও। কারণ, গত কয়েক দিনের একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগের বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে, আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে । লাগাতার টানা বৃষ্টির পাশাপাশি ডিভিসি ছাড়া জলে বিপর্যস্ত হয়ে পড়েছে আরামবাগের বিভিন্ন এলাকা। এই অবস্থায় সেখানকার জলযন্ত্রণায় দুর্ভোগ পোহানো মানুষদের সঙ্গে দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভাষা আন্দোলনের আগে মমতার জোড়া কর্মসূচি
ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থার প্রতিবাদে গত ২১ জুলাই ধর্মতলার মঞ্চ থেকেই জেলায় জেলায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। বোলপুরে এর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি। তবে সরকারি সূত্রে খবর, ৬ অগাস্ট ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের আগে ৫ অগাস্ট ঘাটালে যেতে পারেন তিনি।
ঘাটালবাসীর পাশে মুখ্যমন্ত্রী
একদিকে অতিবৃষ্টি তার উপর ডিভিসির ছাড়া জলে ঘাটাল যে প্রতিবছর প্লাবিত হচ্ছে তা নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। সংসদে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার কথা বললেও সেই কাজ এখনও তিমিরেই। এবার ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে এবার প্রশাসনিক পদক্ষেপ নিতে ঘাটাল সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

