Earthquake: জোরালো কম্পন রাজধানীতে, কাঁপল জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের একাধিক এলাকা

Published : Jun 13, 2023, 02:23 PM ISTUpdated : Jun 13, 2023, 02:26 PM IST
Earthquake tremors in New Zealand

সংক্ষিপ্ত

এদিন দিল্লি, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, শ্রীনগর, কিশতওয়ার, পুঞ্চ, মোহালির বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। মঙ্গলবার দুপুরে দিল্লি-সহ কম্পন অনুভূত হল জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবেও। ছাড়াও উত্তর ভারতের বেশ কিছু অংশও কেঁপে উঠেছে বলে জানা যাচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। এদিন দিল্লি, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, শ্রীনগর, কিশতওয়ার, পুঞ্চ, মোহালির বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ন্যাশানাল সেন্টার অফ সিসমোগ্রাফির খবর অনুযায়ী প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে একাধিক বহুতল থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। উল্লেখ্য কয়েক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে।

 

 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল