ভূমিকম্পে দুলে উঠল অসমের মাটি, কেঁপে উঠল বাংলাও

Published : Aug 23, 2021, 05:26 PM ISTUpdated : Aug 23, 2021, 05:40 PM IST
ভূমিকম্পে দুলে উঠল অসমের মাটি, কেঁপে উঠল বাংলাও

সংক্ষিপ্ত

অসমের কোকরাঝাড় কেঁপে উঠল ভূমিকম্পে।সঙ্গে সঙ্গে দুলে ওঠে পশ্চিমবঙ্গের মাটিও।

পায়ের তলার মাটি দুলে উঠল। দেশের উত্তর পূর্ব প্রান্তের অসমের কোকরাঝাড় কেঁপে উঠল ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। অসম কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে দুলে ওঠে পশ্চিমবঙ্গের মাটিও। উত্তরবঙ্গে এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। 

সোমবার বেলা ১.১৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে পশ্চিম অসমের কোকরাঝাড় ছিল এর উৎসস্থল। মাটি থেকে ১০ কিমি গভীরে কম্পন শুরু হয়। তবে পশ্চিমবঙ্গ বা অসম কোনও রাজ্য থেকেই প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। কম্পন শুরু হতেই বাড়ি ছেড়ে ভয়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। ২৮শে এপ্রিল অসম ও উত্তর পূর্বের কিছু রাজ্যে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। 

PREV
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
নৈশক্লাবের মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস, বিদেশ মন্ত্রকের দ্বারস্থ গোয়া সরকার